মো: কামরুজ্জামান মোল্লা,বিশেষ প্রতিনিধি শেরপুরঃ শেরপুর জেলা সদরে সাদিয়া (১৩) নামের এক বাক্প্রতিবন্ধী কিশোরীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
আজ সোমবার দুপুরে সদর উপজেলার কামারের চর ইউনিয়নের সবজি খেত থেকে কিশোরীটির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সাদিয়া সদর উপজেলার কামারচর ইউনিয়নের সাহাব্দীর চর দশানীপাড় এলাকার জমাদারের মেয়ে। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুবায়দুল আলম মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।সাদিয়ার শরীরে একাধিক জখম রয়েছে বলে জানায় পুলিশ। স্থানীয়রা জানায় সাদিয়াকে কুপিয়ে খুন করা হয়েছে। তবে সাদিয়ার মা মারুফা বেগম বলেন জমাদারের সৎভাই আবদুল আজিজ ও আব্দুল হালিম সাদিয়াকে খুন করেছে।শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই ) তারেক বিন হাসান বলেন , খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এই হত্যা কান্ডের সঙ্গে যারা জড়িত তাদের শনাক্ত করে গ্রেফতারের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ঘটনার সত্যতা নিশ্চিত করতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জোড় তাগিদ দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.