খালেদ আহমেদ, সিলেট থেকেঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৪নং লেঙ্গুঁড়া ইউনিয়নের গুরকচিতে আরেকটি শাপলা বিলের সন্ধান পাওয়া গেছে।
সন্ধান পাওয়া এই শাপলা বিল গুরকচির দরম বিল নামে খ্যাত। যাহা বহুুকাল ধরে দরম বিল নামে সবাই চিনে। দরম বিল নামে খ্যাত এই বিলটি বর্তমান সময়ে যেন ফুটে উঠেছে এক শাপলার রাজ্য।
সবুজ মাঠে ঘেরা চারিদিক, মধ্যখানে এই বিলটি যেন এক অপরূপ দৃশ্য, এবং দরম বিলের পাশে রয়েছে অনেক সুন্দর একটি ফুটবল খেলার মাঠ, তাছাড়া প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য্য নিয়ে পাশে রয়েছে গ্রাম।
দরম বিল নামে খ্যাত এই শাপলার রাজ্য সকাল বেলার দৃশ্য আরও নজরকাড়া সৌন্দর্য ফুটে ওঠে, ভোরের কুয়াশামাখা সবুজ ঘাস,এবং মধুর কন্ঠে পাখি কিচিরমিচির শব্দ এবং অনেক রকম জাত-প্রজাতির পাখপাখালি উরে ঘুরে বেড়ায়।
স্থানীয়সুত্রে: জানা যায় এই বিলটিতে কৃষকদের বুরো ধান ফলনের অন্যতম একটি জায়গায়, কৃষকরা পাকা বুরো ধান ঘরে তুলার সময় যেন এক অন্যতম উৎসবের আমেজ পেয়ে থাকেন।
তবে এ-ই শাপলার রাজ্য দরম বিলে অনেকেই ছুটে চলেছেন একনজর দেখতে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ দৃশ্য দেখতে, নজরকাড়া দৃশ্য দেখে অনেকেই বলেন এইবিলটি দর্শনীয় স্থান হলে আরও ভালো লাগতো।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.