1. sokalerbangla@gmail.com : admin :
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন
সদ্য প্রাপ্ত:-
মৌলভীবাজারে টিলা কেটে মাটি বিক্রি ঝুঁকিতে বসবাসকারী  টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি ছানোয়ার ১৯ দিনের রিমান্ডে পোরশায় মাদকসহ যুবক আটক ফকিরহাটে ২৫ মার্চ গনহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  খালিশপুরে আলোচিত তাজকির হত্যাকান্ডের রহস্য উন্মোচন। পোরশায় লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ নাটোরের বড়াইগ্রামে মরা গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ সুন্দরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপ‌ল‌ক্ষে প্রস্তুতি সভা গাজীপুরে কালীগঞ্জে দুর্বৃত্তের হামলায় যুগান্তরের সাংবাদিক আহত মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি করায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার শাস্তির দাবিতে সিংড়ায়,বিক্ষোভ:

গাজীপুর-৩ আসনের সকল জন প্রতিনিধিদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নামঃ
  • প্রকাশের সময়ঃ শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

মোঃ আবুল কাশেম: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৩ আসনের সকল জনপ্রতিনিধিদের নিয়ে নৌকার প্রার্থী সংরক্ষিত মহিলা আসনের এমপি, অধ্যাপক রুমানা আলী টুসির সমর্থনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ডিসেম্বর) দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নে সী-গাল রিসোর্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রহমত আলীর সুযোগ্য কন্যা, বাংলাদেশ কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা, বর্তমান সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও গাজীপুর-৩ আসনের নৌকার মাঝি অধ্যাপক রুমানা আলী টুসি এমপি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জনাব আলহাজ্ব জামিল হাসান দূর্জয় যুগ্ম সাধারণ সম্পাদক, গাজীপুর জেলা আওয়ামীলীগ। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, শ্রীপুর পৌরসভার মেয়র ও সাবেক গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো: আনিছুর রহমান, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জলিল বিএ। মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: জাহাঙ্গীর আলম খোকনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব আলহাজ্ব মোঃ সিরাজুল হক বীরমুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার, শ্রীপুর থানা যুক্তিযোদ্ধা সংসদ। জনাব আলহাজ্ব মোঃ জেড.আই জালাল উদ্দিন বীরমুক্তিযোদ্ধা, সাবেক সভাপতি, মাওনা ইউনিয়ন আওয়ামীলীগ। জনাব আলহাজ্ব মোঃ সিরাজুল হক মাদবর চেয়ারম্যান, ২নং গাজীপুর ইউনিয়ন পরিষদ। জনাব এডভোকেট মোঃ আব্দুল আজিজুল হক চেয়ারম্যান, কাওরাই ইউনিয়ন পরিষদ। জনাব মোঃ জালাল উদ্দিন চেয়ারম্যান, পিরুজালী ইউনিয়ন পরিষদ। মতবিনিময় সভা পরিচালনা করেন আলহাজ্ব আঃ ছালাম মোল্লা সদস্য, গাজীপুর জেলা পরিষদ ও জনাবা মাহমুদা ফারুক সদস্য, গাজীপুর জেলা পরিষদ। মতবিনিময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর সদরের আংশিক শ্রীপুর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের সদস্য ও শ্রীপুর পৌরসভার কাউন্সিলর এবং আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী। মেয়র আনিসুর রহমান বলেন, যারা আওয়ামী লীগকে ভালোবাসেন তারা কখনো নৌকার বিপক্ষে যেতে পারেন না। এখনো সময় আছে আপনারা দলে ফিরে আসুন তাহলে আমরা বুঝবো আপনারা আওয়ামী লীগকে ভালোবাসেন। অনেক ব্যক্তিবর্গ আছেন যারা আওয়ামী লীগের পরিচয় ছাড়া অন্য পরিচয় দিলে চিনতে পারেনা। আপনারা ভুলে যাবেন না মাননীয় প্রধানমন্ত্রীর প্রতীক হলো নৌকা মার্কা। নৌকা মার্কার বাহিরে কেউ চিন্তা ভাবনা করবেন না। জামিল হাসান দরজায় বলেন গত নির্বাচনে আমরা সবাই একযোগে নৌকা মার্কাকে জয় যুক্ত করার জন্য একসাথে কাজ করেছি। তাই সবার প্রতি উদার্থ আহ্বান নৌকা মার্কাকে জয়যুক্ত করার জন্য সকল আওয়ামী লীগকে একত্র হয়ে কাজ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved dailychoukas.com 2014-2025
Theme Customized BY LatestNews