শ্রীপুর, গাজীপুর প্রতিনিধি|
গাজীপুরের শ্রীপুর উপজেলার বহেরার চালা গ্রামে অবস্থিত তাকওয়া ফেব্রিক্স লিমিটেড-এর এক কর্মকর্তার কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কারখানার প্রশাসনিক কর্মকর্তা মহিউদ্দিন মিলন শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, স্থানীয় প্রভাবশালী গিয়াস উদ্দিন (পিতা: মোজাফফর হোসেন) দীর্ঘদিন ধরে তার নেতৃত্বাধীন একটি চক্রের মাধ্যমে কারখানার কাজে বাধা সৃষ্টি করে আসছে এবং বিশাল অঙ্কের টাকা দাবি করছে। চাঁদাবাজির পুরনো সমস্যা বাংলাদেশের শিল্পাঞ্চলে চাঁদাবাজি একটি দীর্ঘদিনের সমস্যা। গাজীপুর, নারায়ণগঞ্জ ও আশুলিয়ার মতো শিল্প এলাকায় অনেক গার্মেন্টস ও টেক্সটাইল কারখানা অপরাধী গোষ্ঠীর চাঁদাবাজির শিকার হয়েছে। ব্যবসায়ীরা অভিযোগ করেন, প্রভাবশালী মহলের মদদে কিছু গোষ্ঠী টাকা আদায়ের জন্য ভয়ভীতি ও হুমকি দেয়। এর আগেও গাজীপুরে বিভিন্ন কারখানার মালিক ও কর্মকর্তারা চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তবে অনেক ক্ষেত্রেই প্রভাবশালীদের কারণে ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে। পুলিশ কী বলছে? শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন বিবিসি বাংলাকে বলেন,
“আমরা অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।” অন্যদিকে, শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জানান, “আমাদের প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।” শ্রমিকদের মধ্যে আতঙ্ক এ ঘটনায় কারখানার কর্মকর্তা ও শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে কারখানার কাজ স্বাভাবিকভাবে চালানো সম্ভব হয়। গাজীপুরের শিল্পাঞ্চলে চাঁদাবাজির ঘটনা বারবার সামনে আসলেও, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ কতটা নেওয়া হয়, সেটাই এখন দেখার বিষয়।