মৌলভীবাজার জেলায় "পর্যটন শিল্প বিকাশে করণীয়" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ মার্চ) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন হলরুমে এই সেমিনারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার কে এম জাহাঙ্গীর হোসেন পিবিএম বার।
জেলা প্রশাসক বলেন, "পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে হলে মৌলভীবাজারের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রশাসন, ব্যবসায়ী ও স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টায় এই খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব।"
মূল প্রবন্ধ ও পর্যটন সম্ভাবনা :
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মোঃ আবদুল হামিদ, ব্যবসা ও প্রশাসন বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট। তিনি বলেন, "প্রকৃতির অনন্য সৃষ্টি, চায়ের দেশ মৌলভীবাজার দেশে-বিদেশে পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয়। তবে পর্যটন শিল্পকে আরও উন্নত করতে আধুনিক অবকাঠামো, পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।"
সেমিনারে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জেলার বিভিন্ন পর্যটন স্পটের তথ্য উপস্থাপন করেন সহকারী কমিশনার (পর্যটন সেল) মোহাম্মদ আবিদ হোসেন।
অনুষ্ঠানের অন্যান্য অংশ :
সেমিনার উপস্থাপনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) তানভীর হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন প্রশাসনিক কর্মকর্তা মোঃ রেজাউল করিম, আর গীতা পাঠ করেন রাজস্ব শাখার পুলক দেব।
অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী প্রতিনিধি, উন্নয়ন সংস্থা, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মুক্ত আলোচনা ও সিদ্ধান্ত :
সেমিনারের মুক্ত আলোচনায় অতিথিরা পর্যটন শিল্পের উন্নয়নে মতামত ও প্রস্তাবনা দেন। তাঁরা পর্যটন অবকাঠামো উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও পর্যটকদের জন্য আধুনিক সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এই সেমিনারের মাধ্যমে মৌলভীবাজারের পর্যটন শিল্পকে আরও এগিয়ে নেওয়ার জন্য সমন্বিত পরিকল্পনার প্রয়োজনীয়তা উঠে আসে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.