মোজাম্মেল হোসেন, খুলনা।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটায়, প্লাটিনাম সেমিনার কক্ষে, বি জে এম সি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি, খুলনা আঞ্চলিক কমিটি পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইন্জিনিয়ার মোঃ কাজী মহিউদ্দিন । সাংগঠনিক আলোচনা করেন, ইঞ্জিনিয়ার মোঃ নাজমুল কবীর। প্রধান অতিথি ছিলেন, ইন্জিনিয়ার সেলিমুর আজাদ, আহ্বায়ক , আইডিবি,খুলনা, বিশেষ অতিথি ছিলেন, ইন্জিনিয়ার মোঃ হায়দার আলী, সচিব, আইডিবি, খুলনা। ইন্জিনিয়ার মাসুম মাহমুদ, সভাপতি,ডিইএব, খুলনা জেলা।
ইন্জিনিয়ার মোঃ শাহিন, সাধারণ সম্পাদক,ডিইএব, খুলনা জেলা। ইন্জিনিয়ার সৈয়দ মোজাম্মেল হোসেন, সিনিয়র সহ-সভাপতি, ডিইএব, খুলনা জেলা। উক্ত ইফতার মাহফিলে বিজেএমসি কমিটির সদস্যসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সঞ্চালনায় ছিলেন, ইন্জিনিয়ার মোঃ নাঈমুর রহমান, আশা।
ইফতারির পূরবে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.