তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান ও তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ই মার্চ) দুপুরে তাদের গ্রেপ্তারের পর বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকবর আলী সোহাগ (৫৫) এবং তার ছেলে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহান আহমেদ (২৭)। এরমধ্যে চেয়ারম্যান আকবর আলী সোহাগ ডেভিল হান্ট তালিকার ১০৯ নম্বর ও তাঁর ছেলে শাহান আহমদ ডেভিল হান্ট তালিকার ১১০ নম্বর আসামি হিসেবে ছিলেন।
কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার বলেন, চেয়ারম্যান সোহাগ ও তার ছেলে সোহানের বিরুদ্ধে থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলা রয়েছে। শুক্রবার দুপুরে তাদের নিজ বাড়িতে গোপন তথ্যের ভিত্তিতে অপারেশন ডেভিল হান্টের অভিযান চালিয়ে দু'জনকে গ্রেপ্তার করার পর বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
০১৭৪৫৯৩৯৪৪৮
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.