ঠাকুরগাঁও প্রতিনিধি;
"অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন " এই প্রতিপাদ্যকে সামনে রেখে অদ্য ৮ মার্চ ২০২৫ ইং তারিখে ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫।
নারী অধিকার প্রতিষ্ঠা এবং নারীদের প্রতি ন্যায় ও সমতার ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তাকে কেন্দ্র করে মূলত এই আয়োজন করা হয়েছে।
উপজেলা প্রশাসন এর সার্বিক তত্ত্বাবধানে, মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং বেসরকারি আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ভিশন এর সহযোগিতায় এই কার্যক্রম টি বাস্তবায়িত হয়েছে। অনুষ্ঠানে নারী ও শিশুদের সুরক্ষা, ক্ষমতায়ন ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় বিষয়ে আলোচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে রিয়্যাক্টস-ইন প্রজেক্ট এর ওয়ার্ল্ড ভিশন এর পক্ষ থেকে বক্তব্য রাখেন কমিউনিটি ফেসিলিটেটর মোছাঃসুমি পারভীন। এসময় উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনাব মো: আরিফুজ্জামান। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি জনাব মোছাঃ জাকিয়া সুলতানা এবং ওয়ার্ল্ড ভিশন এর রিয়্যাক্টস- ইন প্রজেক্ট এর প্রজেক্ট অফিসার রুমা বেগম, এবং এলাকার বিভিন্ন পর্যায়ের নারী-পুরুষগণ। এছাড়াও উপস্থিত ছিলেন ইলেকট্রনিকস মাল্টিমিডিয়ার সংবাদ কর্মীগন। এসময় বক্তরা বলেনআন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর ৮ মার্চ পালন করা হয়। সারা বিশ্বে নারীদের সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অর্জনকে সম্মান জানাতে এবং করণীয় সম্পর্কে আলোকপাত করতে এই দিনটি ব্যাপকভাবে উদযাপন করা হয়। দিনটি লিঙ্গ সমতা, প্রজননের অধিকার, নারীদের উপর সহিংসতা ও নির্যাতন প্রতিরোধ, নারীর অধিকার ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর দৃষ্টি নিবদ্ধ করে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.