মোঃ এমদাদুল হক মিলন সিনিয়র স্টাফরিপোর্টার:
নোয়াখালী জেলার কবির হাট উপজেলার চাপ্রাশির হাট বাজারে শুক্রবার ভোর রাতে এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। চাপ্রাশির হাট বাজারে মা-মনি জুয়েলার্স নামে একটি স্বর্ণ দোকানসহ দুটি স্বর্ণ দোকান এবং এক
কাপড় ব্যবসায়ী, পথচারীদের থেকে নগদ টাকা,এবং দোকানের সকল স্বর্ণ লুট করে নিয়ে যায়।
এবং ডাকাত দল বাজারের নৈশ প্রহরীদের কে মারধর করে বেধেঁ রাখে।
ডাকাত দের হামলায় বাজারের নৈশ প্রহরী, শহিদ উল্যাহ ৫০ নামের একজন নিহত হয়।
খবর পেয়ে সকালে কবির হাট থানার ওসি সহ পুলিশের একটি টিম, ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাজারের ব্যবসায়ীদের দাবি দ্রুত তদন্ত করে, ডাকাত চক্রের সদস্যদের যেন গ্রেফতার করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.