মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে অপহৃত এক কিশোরীকে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় আবু সুফিয়ান নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গত সোমবার (১০ই মার্চ) শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনায় এসআই মো. মহিবুর রহমান তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গণিপুর গ্রাম থেকে অপহৃতা কিশোরীকে উদ্ধার করে। এসময় অপহরণকারী আবু সুফিয়ানকে (২২) গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১১ই মার্চ) শ্রীমঙ্গল থানার ওসি মো: আমিনুল ইসলাম জানান, গত ২৬ জানুয়ারি শ্রীমঙ্গল উপজেরার উত্তরসুর গ্রাম থেকে এক কিশোরীকে অপহরণ করা হয়। এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করলে অপহৃত কিশোরীকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.