রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলা প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অভিনব উদ্যোগ নিয়েছেন রাজশাহী দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন। তিনি প্রকাশ্যে লটারির মাধ্যমে ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করায় এলাকাবাসির প্রশংসা কুড়িয়েছেন।
জানাগেছে, গত সোমবার (১০ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মিনি হল রুমে লটারি কার্যক্রম সম্পন্ন করা হয়। পরে উপজেলা চত্তরে শত শত মানুষের উপস্থিতিতে লটারিতে নির্বাচিত ডিলারদের নাম ঘোষনা করা হয়।
এতে স্বচ্ছ পদ্ধতিতে ডিলার নির্বাচিত হওয়ায় আবেদনকারীরা স্বস্তি প্রকাশ করেন। উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরাও ইউএনওর এই উদ্যোগের প্রশংসা করেন।
পরিবেশক নিয়োগের একজন প্রত্যাশী জানান, "আমরা ভেবেছিলাম হয়তো সুপারিশ বা প্রভাব খাটানো হবে, কিন্তু ইউএনও স্যারের কারণে সব কিছু স্বচ্ছভাবে হয়েছে। এটা সত্যিই প্রশংসনীয়।"
যাচাই-বাছাই শেষে সচ্ছতার ভিত্তিতে নিয়োগ পেয়ে নওপাড়া ইউনিয়নের গোপালপুর বাজার পয়েন্ট এর সদ্য নিয়োগপ্রাপ্ত ডিলার রহিদুল ইসলাম বলেন, উপজেলার খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ প্রকাশের পরে অনেকেই তথ্য গোপন করে আবেদন করেছিলো কিন্তু ডিলার নিয়োগে শতভাগ যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেয়ায় উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিন বলেন, "স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করায় ছিল আমাদের লক্ষ্য। তাই সবার সামনে লটারি করে ডিলার নির্বাচন করা হয়েছে, যাতে কোনো অনিয়ম না থাকে।"
এই উদ্যোগকে উপজেলাবাসি দৃষ্টান্তমূলক বলে মনে করছেন। তারা আশা করছেন, অন্যান্য ক্ষেত্রেও প্রশাসন এমন স্বচ্ছতা বজায় রাখবে।
উল্লেখ্য, দুর্গাপুর উপজেলার ৭টি ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে ১৪ জনকে নির্বাচন করার কথা থাকলেও ১২জনকে নির্বাচন করা হয়েছে। ডিলার নিয়োগে সরেজমিন যাচাই বাছাই করে প্রতিবেদন দেন ডিলার নিয়োগ সংক্রান্ত কমিটি।
নির্বাচিতরা ডিলাররা হলেন, নওপাড়া ইউনিয়নের শ্যামপুর বাজারে দেলোয়ার হোসেন, গোপালপুরে রহিদুল ইসলাম, কিসমতগনকৈড় ইউনিয়নের ঝিনার মোড়ে রফিকুল ইসলাম, পানানগর ইউনিয়নের বেলঘরিয়া বাজারে আব্দুর রশিদ, দেলুয়াবাড়ী ইউনিয়নের তরিপতপুর মোড়ে জাহাঙ্গীর আলম, পাচুবাড়ি বাজারে দুলাল হোসেন, ঝালুকা ইউনিয়নের কাঁঠালবাড়িয়া বাজারে এবাদুল্লাহ, আমগাছি বাজারে ইসমাইল হোসেন, মাড়িয়া ইউনিয়নের পালিবাজার মোক্তার হোসেন, মাড়িয়া বাজারে মোর্শেদ রানা, জয়নগর ইউনিয়নের হাটকানপাড়া বাজারে মেহেদী আল ইমাম, কালীগঞ্জ বাজারে মিজানুর রহমান।
তবে ২টি পয়েন্টে আবেদন করলেও সেখানে যোগ্য ডিলার না পাওয়ায় স্থগিত ঘোষণা করা হয়েছে। পুনরায় এই দুইটি পয়েন্টে ডিলার নিয়োগ দেওয়া হবে বলে কর্মসূচিতে জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.