সাগর আহমেদ ঘাটাইল উপজেলা প্রতিনিধি:
ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়ন এ কুশারিয়া গ্রামের মানুষ এক আজব সমস্যার সম্মুখীন হয়েছে ।
স্থানীয় লোকজন এর সাথে কথা বলে জানতে পেরেছি, এ গ্রামে যারা আছে তাদের ভোটার আইডি কার্ডে যে ডাকঘর এবং পোস্ট কোড দেওয়া তা সঠিক নয়।
৩২২২ সংখ্যার পোস্ট কোড টি হলো সিলেট মৌলভীবাজার কামালগঞ্জ গ্রামে পোস্ট কোড।
স্থানীয় লোকজন জানান তারা এই ধরনের সমস্যা কথা আগে কোথাও কোন দিন শুনে নি। কিন্তু তারা সবাই ভুক্তভোগী, বর্তমান এখন নতুন করে আবার ভোটার তালিকা হালনাগাদ হচ্ছে । কিন্তু সেই ভুল পোস্ট কোড দিয়েই বর্তমানে ২০২৫ সালের নতুন ভোটার আইডি কার্ড তৈরি করা হচ্ছে ।
স্থানীয় লোকজন আরো জানান এই পোস্ট কোড এর কারনে। তারা পাসপোর্ট অফিসে হয়রানির শিকার হচ্ছে।
বিভিন্ন চাকরির আবেদন সময় বিড়ম্বনার শিকার হয় । জমি কেনাবেচা এবং বিভিন্ন দাপ্তরিক কাজে হয়রানি শিকার হয় । এবং যারা ফেসবুক বা ইউটিউব কনটেন্ট তৈরি করে। তারাও এই পোস্ট কোড কারনে ফেসবুক বা ইউটিউব থেকে অর্থ উপার্জন করতে পারছে না।
স্থানীয় লোকজন বলছে দ্রুত এর সমাধান চান তারা।
ঘাটাইল উপজেলার নির্বাচন অফিসার জন কেণেথ রিছিল , সাথে কথা বলে জানতে পারি।
তিনি জানান কুশারিয়া গ্রামের কুশারিয়া ডাকঘর এর সকলকে এই ভুল সংশোধনের জন্য আবেদন করতে হবে উপজেলা নির্বাচন অফিসে।
এবং ঘাটাইল উপজেলার পোস্ট মাস্টারে নুরুল আমিন জানান আমার উর্ধতন কর্মকর্তার সাথে কথা হয়েছে এই বিষয়ে কাজ চলমান আছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.