আরিফ হাসান গজনবী প্রতিনিধি রামপাল, বাগেরহাট/
বাগেরহাটের রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবু সাঈদকে আটকের দাবীতে বিক্ষোভ করেছে স্থানীয় জনতা। বুধবার (১২ ই মার্চ) সকাল দশটায় উপজেলার বাঁশতলী ইউনিয়নের কালীগঞ্জ বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ কর্মসূচিতে চাঁদাবাজ ভূমি দস্যু ও সন্ত্রাসী আবু সাঈদকে অনতিবিলম্বে গ্রেফতার পূর্বক বিচারের দাবি জানান স্থানীয়রা।
এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন এই আবু সাঈদ বাহিনী এমন কোন অপকর্ম নেই যা তিনি করেন নাই। সে বাঁশতলী ইউপি চেয়ারম্যান এবং রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালীন স্থানীয় জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের উপর ব্যাপক নিপীড়ন চালিয়েছে। স্থানীয় বাসিন্দাদের কাজ থেকে জমির বাৎসরিক হাড়ির টাকা পরিশোধ না করে জোরপূর্বক স্বাক্ষর নিয়েছে। এলাকায় যারা বিএনপি জামায়াতের সাথে যারা সংশ্লিষ্ট ছিল তাদেরকে হুমকি ধামকি,মারধর, জমি দখল করে এলাকা ছাড়া করেছে। স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়সহ কেউ তার সিদ্ধান্তের বাইরে গেলে বিভিন্ন মামলা দিয়ে জর্জরিত করেছে।
তারা আরো বলেন, সন্ত্রাসী আবু সাঈদের বাড়িতে দশটির অধিক অস্ত্র রয়েছে। অস্ত্রের ভয় দেখিয়ে মূলত সে সকল ধরনের অপকর্ম করে। তার কুকীর্তির জন্য নিজ দল থেকেও সে বহিষ্কার হয়েছে। বর্তমানে এই আবু সাঈদ গা ঢাকা দিলেও কিন্তু তার সন্ত্রাসী বাহিনী এখনো অপকর্ম চালিয়ে যাচ্ছে। তারা স্থানীয় আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোসহ বিভিন্ন অপকর্ম এখনো চালিয়ে যাচ্ছে। রাতের আঁধারে সন্ত্রাসী বাহিনী তার বাড়িতে রাখে। তাদের ভয়ে এলাকাবাসী ভীত সন্ত্রস্ত অবস্থায় রয়েছে। তাই সন্ত্রাসী আবু সাঈদ ও তার সন্ত্রাসী বাহিনীর হাত থেকে বাঁচতে দ্রুত আবু সাঈদকে গ্রেফতারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, শেখ আল মামুন, ময়েন চৌধুরী, মনি শিকদার, দুলাল, শেখ কায়জার, জুরাইস, শেখ রঞ্জু, শরিয়তউল্লাহ, শেখ দাউদ, আর্শাব আলী, মকলেছ চৌধুরী, শেখ আবু হাসান সহ শতাধিক স্থানীয় বাসিন্দা।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.