পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় নির্বাচন কার্যালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করেছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নির্বাচন কার্যালয়ের সামনে জাতীয় পরিচয় পত্র পরিসেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তর এর কূট পরিকল্পনার বিরুদ্ধে এ মানবন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে কর্মসূচিতে নেতৃত্বদেন ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা রবিউল আউয়াল। এসময় সেবাপ্রার্থী ছয়ফুল ইসলাম সহ অন্যরা বক্তব্য রাখেন। এতে সংশ্লিষ্ট অফিসের কর্মচারী, সেবাপ্রার্থীগণ ও সাধারন মানুষ অংশ গ্রহণ করেন।