মোঃ আবুল কাশেম:
এমবিবিএস ও বিভিএস ডিগ্রি ছাড়া কেউ নিজের নামের আগে ‘ডাক্তার’ লিখতে পারবে না—এমন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ হাইকোর্ট। পাশাপাশি, ভুয়া চিকিৎসক ও ভূয়া উপাধি ব্যবহারকারীদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১২ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথীকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
৫ লাখ টাকা জরিমানা ও কারাদণ্ডের বিধান
হাইকোর্টের রায়ে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি এমবিবিএস বা বিভিএস ডিগ্রি ছাড়া নামের আগে ‘ডাক্তার’ লিখে প্রতারণা করেন, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের প্রতারণার জন্য ৫ লাখ টাকা জরিমানা বা অনধিক ২ বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ড দেওয়া হতে পারে।
স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরাতে কঠোর উদ্যোগ
আদালত আরও বলেছে, দেশের স্বাস্থ্যসেবা খাতকে প্রতারকদের হাত থেকে রক্ষা করতে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ভুয়া চিকিৎসকদের তালিকা তৈরি করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, হাইকোর্টের এ আদেশের পর সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই রায় বাস্তবায়ন হলে চিকিৎসা খাতে শৃঙ্খলা ফিরে আসবে এবং রোগীদের জীবন ঝুঁকিমুক্ত হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.