প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ৬:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ৪:০৯ এ.এম
ডিমলায় প্রতিবন্ধী শিশুকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত রফিকুল গ্রেপ্তার।

সুজন মহিনুল।।নীলফামারীর ডিমলায় ১১ বছরের এক বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্ত ধর্ষণ চেষ্টাকারি রফিকুল ইসলাম(৫০)কে গ্রেপ্তার করেছেন ডিমলা থানা পুলিশ।গ্রেপ্তারকৃতকে বুধবার(১২ মার্চ)বিকেলে আদালতে সোপর্দ করা হয়।এর আগে মঙ্গলবার(১১ মার্চ)দুপুরে উপজেলার নাউতারা ইউনিয়নের নিজ পাড়া গ্রামে ন্যক্কারজনক এই ঘটনাটি ঘটে।গ্রেপ্তারকৃত রফিকুল ওই গ্রামের মৃত,মকবুল হোসেনের ছেলে।এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে ডিমলা থানায় একটি মামলা দায়ের করেছেন।মামলার এজাহার সুত্রে জানা যায়,ঘটনার দিন সকালে শিশুটির বাবা-মা শিশুটিকে বাড়িতে একা রেখে দিনমুজুরের কাজে যান।প্রতিবেশি রফিকুলের বাড়িতেও কেউ না থাকার সুযোগে তিনি শিশুটিকে ডেকে নিয়ে নিজ বাড়ির শয়ন ঘরে মুখ চেপে ধরে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করেন।এক পর্যায়ে শিশুটির মা ওই সময়ে বাড়িতে ফিরে শিশুটিকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি পর প্রতিবেশি রফিকুলের বাড়িতে শিশুটিকে খুঁজে পায়।পরে শিশুটির কাছ থেকে ঘটনা জেনে তাকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে নীলফামারী জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।ঘটনাটি এলাকায় জানাজানি হলে থানা পুলিশ রফিকুলকে গ্রেপ্তার করেন।পরে শিশুটির বাবা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নম্বর-৮ দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ফজলে এলাহী বলেন,এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে একটি মামলা করেছেন।আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছি।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.