শাহীন আলম, চট্টগ্রাম/
কিশোরগঞ্জের তাড়াইলে অপরেশনে ডেভিল হান্টে তাড়াইল থানার চিহিৃত চোর রমজান (৫৬) গ্রেফতার। গ্রেফতারকৃত রমজান আলী ধলা গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত রমজান এলাকার চিহিৃত চোর হিসাবে পরিচিত ছিল। তাড়াইল থানা অফিসার ইনচার্জ সাব্বির রহমান জানান, গোপন সংবাদের ভিক্তিতে আজ দুপুরে ধলা এলাকা হতে পুলিশের অভিযানে চালিয়ে তাকে আটক করে।
তার বিরুদ্ধে তাড়াইল থানায় গত ২০০৪ সালে একটি সিধেল চুরি মামলা হয়। উক্ত মামলায় তার ০৫ বছরে সাজা হলে সে সিলেট মৌলবীবাজার এলাকা গিয়ে আত্নগোপনে ছিল। গত রাতে গ্রামের বাড়ীতে আসেন। সে তাড়াইল থানার তালিকাভূক্ত দাগী অপরাধী ছিল। আজ তাকে জেল হাজতে প্রেরন করা হবে।