প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ২:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ৯:৪৫ পি.এম
আছিয়ার মৃত্যু: দোষীদের শাস্তির দাবিতে টাঙ্গাইলে মশাল মিছিল

অন্তু দাস (হৃদয়), টাঙ্গাইল ব্যুরো :
মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার মৃত্যুর খবরে দোষীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে মশাল মিছিল বের করেন তারা।
এ দিকে শিক্ষার্থীরা বলেন, আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই। আছিয়ার রক্ত বৃথা যেতে দিব না।
ফাঁসি-ফাঁসি-ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই। তুমি কে’ আমি কে আছিয়া, আছিয়াসহ বিভিন্ন স্লোগান দিয়ে ধর্ষকের শাস্তি দাবি করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থী- পূজা, লাবিবা, জুলি, গৌতম, তন্ময়, ফাহাদসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদ স্বরূপ হাত এবং মুখ বেঁধে মশাল মিছিলে অংশ নেন।
এর আগে বৃহস্পতিবার দুপুরে দিকে দেশ বাসীকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে শিশু আছিয়া।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.