মনীষ সরকার রানা, স্টাফ রিপোর্টার: গাইবান্ধার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামকে নাটোরের সিংড়া এলাকায় আটক করেছে পুলিশ। তাকে বহনকারী প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) রাত ২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় পুলিশের নিয়মিত চেকপোস্টে তল্লাশির সময় তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে সিংড়া থানার ওসি আসমাউল হক জানান, বৃহস্পতিবার রাত বারোটার পর (১৪ তারিখ) নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় পুলিশের নিয়মিত চেকপোস্টে তল্লাশির সময় গাইবান্ধা থেকে রাজশাহীগামী একটি সাদা রঙয়ের প্রাইভেটকারকে থামার সিগন্যাল দেওয়া হয়। গাড়ির আরোহীর পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে গাইবান্ধার এলজিইডির নিবার্হী প্রকৌশলী বলে পরিচয় দেন। এতে সন্দেহ হলে প্রাইভেটকার, টাকাসহ আরোহী ছাবিউল ও চালককে আটক রেখে বিষয়টি পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।
ঘটনাস্থলে উপজেলা প্রশাসন, পুলিশের যৌথ টিম ও সেনাবাহিনী উপস্থিত হবার পর। ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকাসহ প্রাইভেটকারটি জব্দ করা হয়। প্রকৌশলী পরিচয় দেওয়া ছাবিউলকে আটক করে থানায় নেওয়া হয়। ওসি আরও জানান, জিজ্ঞাসাবাদে এলজিইডির নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম দাবি করেন, জমি বিক্রির বৈধ টাকা নিয়ে গাইবান্ধা থেকে রাজশাহী যাচ্ছিলেন তিনি।
প্রকৌশলী ছাবিউল ইসলাম রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে গাইবান্ধায় এলজিইডির নিবার্হী প্রকৌশলী হিসেবে কর্মরত। তার আদি বাড়ি সিরাজগঞ্জ জেলায় বলে জানা গেছে।
ছাবিউল ইসলামের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ঘুরেফিরে তিনি গাইবান্ধা জেলায় ২০ বছর ধরে কর্মরত। দীর্ঘ সময় একই জেলায় কর্মরত থাকায়, ঠিকাদারদের উপর ছাবিউল ইসলামের প্রভাব বিস্তারের সুযোগ সৃষ্টি হয়। বিষয়টি জানার জন্য নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি কল ধরেননি!
বিষয়টির শেষ পরিস্থিতি জানার জন্য মুঠোফোনে যোগাযোগ করলে। সিংড়া থানার ওসি আসমাউল হক জানান-"মুচলেকা নিয়ে ছাবিউল ইসলামকে ছেড়ে দেয়া হয়েছে" ।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.