তালাত মাহমুদ জেলা প্রতিনিধি নরসিংদী।
নরসিংদীর মনোহরদী পৌরসভায় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন বাইজিদ ও শাকিল নামে দুই যুবক। এলাকাবাসী তাদের আটক করে বেধড়ক মারধর করে এবং পরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়।
স্থানীয়রা জানান, বাইজিদ ও শাকিল দীর্ঘদিন ধরে মনোহরদী পৌরসভার ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, চুরি, ছিনতাই ও লুটপাট চালিয়ে আসছিল। এবং এলাকায় সশস্ত্র মহড়া দিয়ে মানুষকে আতঙ্ক করছে।
সম্প্রতি তাদের কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে, যা এলাকায় আতঙ্কের সৃষ্টি করে।
এবং চাঁদাবাজি করার সময় এলাকাবাসী আটক করে গণধোলাই দেয় । বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ।
এ বিষয়ে নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ জানান, নরসিংদী জেলায় শুধুমাত্র ৫ সদস্যের ছাত্রদল কমিটি রয়েছে, কোনো থানা, পৌরসভা বা ইউনিয়ন পর্যায়ে কমিটি নেই। যারা ছাত্রদলের নাম ভাঙিয়ে অপরাধ করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।
ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত বলেন, এসব ব্যক্তির ছাত্রদলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তারা মিথ্যা পরিচয় দিয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.