এস এম জাকারিয়া, মীরসরাই ( চট্টগ্রাম ) প্রতিনিধি
জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলা শাখার উদ্যোগে সকল ইউনিটের অগ্রসর কর্মীদের মান উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা শীর্ষক আলোচনা সভা ও শিক্ষা বৈঠক সম্পন্ন করা হয়েছে।
মীরসরাই উপজেলা অফিস সেক্রেটারি জনাব অধ্যাপক শফিকুল আলম সিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সেক্রেটারি জনাব আনোয়ার সিদ্দিক চৌধুরী এবং প্রধান বক্তা হিসেবে ছিলেন মীরসরাই উপজেলা আমীর জনাব মাওলানা নূরুল কবীর।
অদ্য ১৫মার্চ, ২০২৫ রোজ শনিবার সকাল ১০:০০ ঘটিকা থেকে উপজেলা বায়তুল মাল সেক্রেটারি জনাব মাওলানা নিজাম উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা কাজী আবু বকর ও মীরসরাই পৌরসভা আমীর জনাব শিহাব উদ্দিন।
আবুতোরাব ফাজিল মাদ্রাসা হল রুমে অনুষ্ঠিত উক্ত সভায় উপজেলা (৯-১৬) নং ইউনিয়ন ও মীরসরাই পৌরসভার জামায়াতে ইসলামীর প্রত্যেক ইউনিটের দায়িত্বশীলবৃন্দ (সভাপতি, সেক্রেটারি) উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে দারসুল কুরআন পেশ করেন উপজেলা সেক্রেটারি মাওলানা আনওয়ারুল্লাহ আল মামুন।
এসময় উক্ত অনুষ্ঠানে নের্তৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক সংগঠন।যে সংগঠনের কার্য পরিচালনার প্রাণ হলো ইউনিট। আপনারা যারা আজ এখানে উপস্থিত আছেন, আপনারা প্রত্যেকেই এক একটি ইউনিটের দায়িত্বশীল হিসেবেই আজ এই বিশেষ প্রোগ্রামে আমন্ত্রিত হয়েছেন। আপনারা নিজেদের ইউনিটের সাংগঠনিক প্রোগ্রামগুলো উর্দ্ধতন বলার অপেক্ষা না করে, বরং নিজ দায়িত্বে বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। ইউনিটে কর্মরত সকল কর্মীদের সাংগঠনিক ক্যারিয়ার মজবুত করার ব্যপারে তদারকি করতে হবে, নিজেকে রিপোর্ট রাখতে হবে, কর্মীদের রিপোর্ট রাখা নিশ্চিত করতে হবে। কর্মীদের মানোন্নয়ন করতে হলে এবং তাদেরকে অগ্রসর কর্মী হয়ে রুকন করতে হলে অবশ্যই সব সময় তাদের সাথে যোগাযোগ রক্ষা করতে হবে। তবে ইউনিটগুলো আদর্শ ইউনিটে রুপান্তরিত হবে।
এসময় তারা আরো বলেন জনবান্ধব কাজ করতে হলে, নিজেকে দুরদর্শিতার পরিচয় দিতে হবে। এক্ষেত্রে অধ্যয়নের কোনো বিকল্প নেই। অতএব যত বেশী সম্ভব কুরআন, হাদীস, সাহিত্য পাঠের পাশাপাশি নিজ দেশ এবং আন্তর্জাতিক সংবাদ অবগত থাকার জন্য প্রতিনিয়ত সংববাপত্র পাঠ করে নিজেকে সম্মৃদ্ধ রাখতে হবে।