মোঃ আনিছ মাল স্টাব রিপোর্টার
চাঁদাবাজদের রোষানলে পরে হয়রানির শিকার উপজেলা শ্রমিকদলের সভাপতি..!
ময়মনসিংহের ভালুকায় চাঁদাবাজদের রোষানলে পড়ে হয়রানির শিকার হচ্ছেন উপজেলা শ্রমিকদলের সভাপতি আলহাজ্ব সৌমিক হাসান সোহাগ।ভালুকা উপজেলাকে চাঁদাবাজ মুক্ত ঘোষণা করতে গিয়ে শ্রমিকদলের একাধিক নেতা হামলার শিকার হন।
আওয়ামী দোসর ১০ নং হবিড়বাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক চাঁদাবাজ সন্ত্রাসী হানিফ মাহমুদ নিপুণ ও তার সন্ত্রাসী বাহিনী আব্দুল্লাহ বিন মনির(সোহাগ গং) কর্তৃক শ্রমিকদল নেতা শরীফের উপর হামলা ও শ্রমিকদল নেতা সৌমিক হাসান সোহাগের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মানববন্ধনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ভালুকায় বাসস্ট্যান্ডে অবস্থিত সেভেন স্টার এন্ড চাইনিজ রেস্টুরেন্টে শ্রমিকদলের নেতাকর্মী গন, কাউন্টার ম্যানেজার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে সম্মেলনটি আয়োজন করা হয়।
চাঁদাবাজি বন্ধ করতে গিয়ে আহত শ্রমিকনেতা শরীফ মিয়া সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় তিনি বলেন,
আব্দুল্লাহ বিন মনির নিজেকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মাস্টারবাড়ি জয়না শাখার সভাপতি দাবি করলেও আদৌ ভালুকা উপজেলা মালিক সমিতির কোন কমিটি ঘোষণা করা হয়নি। শ্রমিক ফেডারেশনের সভাপতি দাবি করা তথাকথিত এই নেতা মূলত যুবলীগের নেতা ছিলেন।তার বিরুদ্ধে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তুলার একাধিক অভিযোগ রয়েছে।এ ঘটনায় শ্রমিকনেতা কাজল ফকির লোকজন নিয়ে উপজেলা শ্রমিকদলের সভাপতি আলহাজ্ব সৌমিক হাসান সোহাগের নিকট তথাকথিত সুবিধাবাদী চাঁদাবাজ আব্দুল্লাহ বিন মনিরের বিরুদ্ধে চাঁদা তুলার অভিযোগ দিলে সোহাগ উল্লেখিত অভিযোগের প্রেক্ষিতে মাস্টার বাড়ি জয়না এলাকার যানবাহন থেকে সকল ধরনের চাঁদাবাজি বন্ধ ঘোষণা করেন এবং বাস্তবায়ন করতে গিয়ে হামলার শিকার হন একাধিক শ্রমিকনেতা। শরীফের উপর হামলা ঘটনার ভিডিও প্রমাণ ও আছে বলে জানিয়েছেন তিনি।
কাউন্টার ম্যানেজার বলেন,
নিজেরা চাঁদাবাজি করতে না পারায় বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আওয়ামীপন্থী লোকজন দিয়ে শ্রমিকদল নেতার বিরুদ্ধে এই মিথ্যা মানববন্ধন করা হয়েছে সংবাদ প্রকাশ করিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.