লিখন মিয়া, নকলা (শেরপুর) প্রতিনিধিঃ
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ শফিকের বাবা মো.জুলহাস মিয়া (৭৫) ইন্তেকাল করেছেন। শনিবার (১৫ মার্চ) নিজ বাড়িতে শহীদের বাবার মৃত্যু হয়।
দুপুরের দিকে বাড়িতে হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়েন মো.জুলহাস। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। শনিবার রাতে চিথলিয়া ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। তার গ্রামের বাড়ি শেরপুরের নকলা উপজেলার ১ নং গণপদ্দী ইউনিয়নের পূর্ব চিথলিয়া গ্রামে ছেলে শফিকের পাশেই তাকে দাফন করা হয়।
শহীদ শফিকের বাবার জানাজায় উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য এমপি প্রার্থী মানবতার ফেরিওয়ালা মু.গোলাম কিবরিয়া ভিপি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও গাজিপুর মহানগরীর জামায়াতে ইসলামী মজলিসের শুরা সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মু.ফারদিন হাসান হাসিব, নকলা উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম সারোয়ার, সেক্রেটারি শরিফুল ইসলাম শরিফ, অফিস সম্পাদক লুৎফর রহমান ফিরুজ, মিডিয়া ও প্রচার সম্পাদক রেজাউল হাসান সাফিত, বিএনপি নেতা রাব্বেনূর চৌধুরি, শেরপুরের নাগরিক কমিটির সভাপতি মো.মামুন, শেরপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি মো.লিখন মিয়া,উপজেলা ছাত্র আন্দোলনের নেতা মাসুম, রাইহান আল মাহাদী,গণপদ্দী ইউনিয়ন জামায়াতের সভাপতি মো.ফজলুর করিম সুইট সহ স্থানীয় অসংখ্য নেতৃবৃন্দ ও সাধারণ জনতা।
জনতার নেতা গোলাম কিবরিয়া ভিপি জানাজা সম্পন্ন করে উপজেলা জামায়াত নেতাকর্মীদের নিয়ে শহীদ শফিকের পরিবারের খুজ খবর নেন এবং শহীদ পরিবারকে সকল ধরনের সহয়তার আশ্বাস দিয়ে পাশে থাকার ঘোষণা দেন।