অন্তু দাস (হৃদয়), টাঙ্গাইল বুরো :
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মাদ্রাসা শিক্ষার্থীকে (৯) ধর্ষণের প্রধান আসামি ফিরোজকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৫ মার্চ) দিবাগত রাতে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার চন্দ্রা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
টাঙ্গাইলের মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত ফিরোজ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের কুড়িপাড়া এলাকার মো. নওশের আলীর ছেলে।
মামলার বিবরণে জানা যায়, শিশুটির বাবা প্রবাসী। সম্প্রতি ওই শিশু তার নানির বাড়িতে বেড়াতে যায়। গত (১৭ ফেব্রুয়ারি) ঘটনার দিন শিশুটি গাছ থেকে বরই পাড়তে যায়।
এ সময় অভিযুক্ত ফিরোজ শিশুটিকে ফুসলিয়ে শৌচাগারে নিয়ে ধর্ষণ করেন। ধর্ষণের কথা কাউকে বললে শিশুটিকে মেরে ফেলার হুমকি দেন ফিরোজ।
পারিবারিক সূত্রে জানা যায়, এ ঘটনার পর শিশুটি চুপচাপ হয়ে যায়। তাকে পরিবারের সদস্যরা নীরব থাকার কারণ নানা ভাবে জানতে চান, কিন্তু সে কিছু না বলায় তাদের সন্দেহ হয়। অনেক চেষ্টার পর শিশুটি তার মাকে ঘটনার বিস্তারিত জানান। পরে ঘটনাটি প্রতিবেশীদের মধ্যে জানাজানি হয়।
এ দিকে, বিষয়টি ধামাচাপা দিতে ঘটনার এক সপ্তাহ পর কয়েক জন গ্রাম্য মাতবর সালিসের আয়োজন করেন। সালিসে ফিরোজকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সালিসকারীদের চাপের কারণে শিশুটির মা ‘বিচার’ মানতে বাধ্য হন। জরিমানার টাকার মধ্যে ৯২ হাজার টাকা তাকে দেওয়া হয়েছে বলে শিশুটির মা জানিয়েছেন।
পরবর্তীতে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। গত শনিবার দুপুরে থানা-পুলিশ ভুক্তভোগী শিশু ও তার মাকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন।
এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়। মামলায় ফিরোজ মিয়াকে এজাহারনামীয় ও অজ্ঞাত দুই জনকে আসামি করা হয়।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, মির্জাপুরে শিশু ধর্ষণের ঘটনায় অভিযান চালিয়ে গাজীপুরের চন্দ্রা থেকে মামলার প্রধান আসামী ফিরোজকে গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিকভাবে ফিরোজ ধর্ষণের কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণের মাধ্যমে ৫ দি
নের রিমান্ড আবেদন করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.