অন্তু দাস (হৃদয়), টাঙ্গাইল বুরো :
টাঙ্গাইলে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সোনিয়া ফাউন্ডেশনের স্বত্ব্যাধিকারী সোনিয়া নামে এক মহিলার বিরুদ্ধে।
রবিবার (১৬ মার্চ) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ২ ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসুচী পালন করে ভুক্তভোগীরা।
এ সময় ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, সোনিয়া আস্ট্রেলিয়া নেওয়ার নাম করে টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জায়গার মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। বিদেশ তো পাঠাইনি উল্টো সেই টাকা ফেরত চাইতে গেলে তার বিরুদ্ধে দিচ্ছে নারী নির্যাতন ও ধর্ষন চেষ্টা মামলা।
তার সহযোগী হিসেবে কাজ করছে তারই ভাগনী জান্নাত আক্তার।
ইতো মধ্যে মিথ্যা ধর্ষন চেষ্টা মামলায় সাজু নামে এক জনকে মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। বাকি পাওনাদাররা জানের ভয়ে পালিয়ে বেরাচ্ছে।
এই সব প্রতারণা মামলা ও সোনিয়া ধারা হয়রানির বিচার দাবী করে মানববন্ধন করে তারা।
এ দিকে ভূক্তভোগীরা বলেন, আমরা সরকারের কাছে দাবি জানাই অতিদ্রুত সোনিয়াকে বিচারের আওতায় আনতে।
তা না হলে আরো শত শত পরিবার সোনিয়ার দ্বারা প্রতারণার স্বীকার হবে।
এই সোনিয়া টাঙ্গাইলের সন্তোষের সাজু মিয়ার নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করিয়েছে। আমরা সাজুর মুক্তি চাই।
সাজুর মত ভাল ছেলেই হয় না সাজু করোটিয়া সাদৎ বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন বিপ্লব, টাঙ্গাইল পৌরসভার সাবেক কাউন্সিলর রকি হায়দার, মওলানা আব্দুল হামিদখান ভাসানীর নাতি হাশরত খান ভাসানী, সন্তোষের বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেনসহ সোনিয়া দ্বারা প্রতারিত পরিবারের সদস্যরা।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.