ঢাকা, ১৬ মার্চ ২০২৫: মজলুম জননেতা মওলানা ভাসানীর আদর্শ প্রতিষ্ঠার অঙ্গীকারে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে এক বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর শান্তিনগরের হোয়াইট হাউজ হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এছাড়া খালেদা জিয়ার উপদেষ্টা মোঃ আব্দুস সালাম, জামায়াতে ইসলামীর মহানগর নায়েবে আমীর এডভোকেট,ড. হেলাল উদ্দিন, কল্যাণ পার্টির চেয়ারম্যান, লায়ন মোঃ শামসুদ্দিন পারভেজ, যুগ্ম মহাসচিব, ডাঃ হাসান আহমেদ মেহেদী, গণ অধিকার পরিষদের রাশেদ, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, জমিয়তে ইসলামের প্রতিনিধি এবং অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব ড. মুহাম্মাদ আবু ইউসুফ সেলিম। সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, যিনি ভাসানী অনুসারী পরিষদ (ভাসানী জনশক্তি পার্টি)-এর আহ্বায়ক।
বক্তারা মওলানা ভাসানীর রাজনৈতিক আদর্শ ও জাতীয় উন্নয়নে তার ভূমিকার কথা স্মরণ করেন এবং দেশের বর্তমান পরিস্থিতিতে ঐক্যবদ্ধভাবে তার আদর্শ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
দোয়া ও ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয় এবং মজলুম জননেতা মওলানা ভাসানীর দেখানো পথ অনুসরণ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.