ক্রাইম রিপোর্টার : রাজিব খান
রাজশাহীর মোহনপুরে নিখোঁজের সাত দিন পর বক্সকালভার্টের নিচের ডোবা থেকে এক কৃষকের মাথাবিহীন লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সইপাড়ার তুলশিক্ষেত্র সড়কের কালভার্টের দক্ষিণপাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করেছে থানা পুলিশ। তার আগে, গত ৯ মার্চ আলতাফ হোসেন।
নিহত আলতাফ হোসেন (৫২) উপজেলার ধুরইল মন্ডলপাড়ার মৃত কুদ্দুস আলী শাহের ছেলে। তিনি কৃষি কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে তুলশিক্ষেত এলাকার কালভার্টের পাশের ডোবায় পড়ে ছিল আলতাফের মরদেহ। এরপর স্থানীয়রা মরদেহ দেখে থানায় খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এ সময় মরদেহের শরীরের পোশাক দেখে পরিবার আলতাফের মরদেহ শনাক্ত করে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের পরিবার সূত্রে জানা যায়, আলতাফ হোসেন গত ৯ মার্চ নিখোঁজ হন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এ নিয়ে প্রথমে আলতাফের পরিবার মোহনপুর থানায় নিখোঁজের জিডি করেন। পরবর্তীতে হত্যার উদ্দেশ্যে অপহরণের অভিযোগ তুলে ৬ জনকে আসামি করে থানায় মামলা করে পরিবার। নিখোঁজের সাতদিন পরে আলতাফের মাথাবিহীন মরদেহ উদ্ধার হলো ডোবা থেকে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.