আব্দুল্লাহ সরদার স্টাফ রিপোর্টার:
বাগেরহাটের চিতলমারী উপজেলার দক্ষিণ শৈলদাহ মধুমতি নদীর তীরে দিগন্তজোড়া মাঠে বাঙ্গিও বাম্পার ফলন হয়েছে। হয়েছে। সবুজ ক্ষেতের লতা-পাতার সারি-সারি জড়িয়ে আছে বাঙ্গি ফল। বাহারী এই মৌসুমী ফলের বাজার বর্তমান অনেক চড়া। সেকারনে ফলন ও বাজার দরে খুশি চাষীরা। কলাতলা ইউনিয়নের শৈলদাহ গ্রামের বাঙ্গি চাষী কবিতা রানী ঘরামী জানান, উপজেলার দক্ষিণ শৈলদাহ মধু মতির চরে ব্যাপক বাঙ্গির ফলন হয়েছে। রমজান মাসে আগাম বাঙ্গি তুলতে পেরে তিনি খুশি । প্রতিদিন পাকা বাঙ্গি তুলে বাজারে পাঠাচ্ছেন এই নারী কৃষানী।
স্থানীয় শাহাজান শেখ,ইব্রাহিম শেখ, জিয়াউর রহমানসহ অনেকে জানান, বর্তমান স্থানীয় বাজারে বড় আকারের একটি বাঙ্গি ২৫০থেকে৩০০, মাঝারি আকারের ২০০ এবং ছোট আকারের বাঙ্গি ১০০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাইকারী বাঙ্গি ব্যাবসায়ীদের সাথে কথা হলে তারা জানান, একদিকে রমজান মাস, অন্যদিকে গরমকাল। সে কারনে বাজারে বাঙ্গি ফলের ব্যাপক চাহিদা রয়েছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সিফাত আল মারুফ জানান, চিতলমারী উপজেলায় চলতি মৌসুমে ২০হেক্টর জমিতে বাঙ্গি চাষ করা হয়েছে। চাষীদের সার্বক্ষণিক পরামর্শ প্রদান করা হয়েছে। ফলন ভালো হওয়ায় আগামীতে বাঙ্গিচাষে কৃষকের আগ্রহ আরো বাড়বে।
প্রসঙ্গত: বাঙ্গি ফলে রয়েছে প্রচুর শর্করা, খনিজ, মিনারেল, ভিটামিন-এ এবং সি। এজন্য গরমে বাঙ্গি ফলের গুরুত্ব অপরিসীম। এছাড়া বাঙ্গি ফলে সুগার কম থাকায় ডায়বেটিস রোগীদের জন্য গুরুত্বপূর্ণ। শরীর ঠান্ডা রাখতে তরমুজের পর বাঙ্গি দ্বিতীয় তালিকায় রয়েছে। বাঙ্গি গাছ দেখতে অনেকটা শসা গাছের মতো, লতানো। অনেকে কাঁচা বাঙ্গি সবজি হিসেবে রান্না করে খায়।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.