1. sokalerbangla@gmail.com : admin :
  2. dainikchoukos@gmail.com : jahid hasan : jahid hasan
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন
সদ্য প্রাপ্ত:-
পোরশায় এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক সাভারে ২জন সাংবাদিককে হুমকি ও মাইনুলসহ ৫ জনের উপর নৃশংস হামলার অভিযোগ আশুলিয়ায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার! খুলনা নাগরিক সমাজের সংবাদ সম্মেলন ভরাডুবা ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদের ওপর অতর্কিত হামলা জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে মোহনপুরে র‌্যালি ও আলোচনা সভা ফকিরহাটে গমের বাম্পার ফলনের আশাবাদী চাষিরা শেরপুরে পূর্ব শত্রুতার সূত্রপাত ধরে প্রতি পক্ষের দা এর আঘাতে ১ (এক) জন গুরুতর আহত পোরশা থানার উদ্যেগে সুধী সমাবেশ অনুষ্ঠিত। কালাইয়ে হাটের সরকারি জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ

শ্রীমঙ্গলে আড়াই কোটি টাকার সরকারি জমি পুনরুদ্ধার

প্রতিবেদকের নামঃ
  • প্রকাশের সময়ঃ সোমবার, ১৭ মার্চ, ২০২৫

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের অভিযানে ১.৯৯ একর সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার ১৬ই মার্চ) দুপুরে শুরু করা অভিযানে সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে উপজেলার সদর ইউনিয়নের বা‌লি‌শিরা পাহাড় ব্লক-১ এলাকায় এই অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত জমির আনুমানিক মূল্য প্রায় আড়াই কোটি টাকার সমপরিমাণ।

 

অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. জসিম উদ্দিন, ভুনবীর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মো. আব্দুস শহীদসহ স্থানীয় ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তারা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে কিছু অবৈধদখলদার এই জমিতে আনারসসহ বিভিন্ন ফসলের চাষ করে আসছিল।

 

উপজেলা ভূমি অফিস সূত্রের বরাতে জানা যায়, ১ নং খাস খতিয়ানের ২৭ নং দাগের এই জমি অবৈধভাবেদখল করে রাখা হয়েছিল। অবৈধ দখলদারদের কবল থেকে জমি পুনরুদ্ধার করা হয়েছে এবং সরকারি নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

 

শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইউসুফ জানান, জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসন সবসময় সতর্ক এবং দখলমুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

 

এর আগেও শ্রীমঙ্গলসহ বিভিন্ন এলাকায় সরকারি জমি উদ্ধারে একাধিক অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন জানিয়েছে।

 

স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, সরকারি জমি উদ্ধার হলে সেগুলো জনস্বার্থে ব্যবহার করা সম্ভব হবে। অনেক ক্ষেত্রে দেখা যায়, অবৈধ দখলদাররা দীর্ঘদিন ধরে সরকারি সম্পত্তি ব্যবহার করে আসছে, যা সাধারণ মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

 

সরকারি জমি পুনরুদ্ধারের পর সেগুলো যথাযথ ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ যেন নতুন করে অবৈধভাবে জমি দখল করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।

 

এই ধরনের অভিযান অব্যাহত থাকলে সরকারি সম্পত্তি সুরক্ষিত থাকবে এবং জনস্বার্থে ব্যবহারের সুযোগ বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved dailychoukas.com 2014-2025
Theme Customized BY LatestNews