1. sokalerbangla@gmail.com : admin :
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ন
সদ্য প্রাপ্ত:-
মৌলভীবাজারে টিলা কেটে মাটি বিক্রি ঝুঁকিতে বসবাসকারী  টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি ছানোয়ার ১৯ দিনের রিমান্ডে পোরশায় মাদকসহ যুবক আটক ফকিরহাটে ২৫ মার্চ গনহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  খালিশপুরে আলোচিত তাজকির হত্যাকান্ডের রহস্য উন্মোচন। পোরশায় লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ নাটোরের বড়াইগ্রামে মরা গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ সুন্দরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপ‌ল‌ক্ষে প্রস্তুতি সভা গাজীপুরে কালীগঞ্জে দুর্বৃত্তের হামলায় যুগান্তরের সাংবাদিক আহত মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি করায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার শাস্তির দাবিতে সিংড়ায়,বিক্ষোভ:

গাজীপুরে কালীগঞ্জে দুর্বৃত্তের হামলায় যুগান্তরের সাংবাদিক আহত

প্রতিবেদকের নামঃ
  • প্রকাশের সময়ঃ সোমবার, ১৭ মার্চ, ২০২৫

মোঃ আলমগীর মোল্লা 

 

দৈনিক যুগান্তর পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি আব্দুল গাফফার বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা হামলা চালিয়ে মোবাইল ফোন, নগদ টাকা ও লেপটপ ছিনিয়ে নেয়। ঘটনায় জড়িতদের ধরতে রাতভর অভিযান পরিচালনা করে কুলথুন এলাকার ফয়সাল খানকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

হামলায় আহত আব্দুল গাফফার জানান, রোবাবর (১৬ মার্চ) ইফতারের পর যুগান্তরের কাপাসিয়া প্রতিনিধি খোরশেদ এর মোটরসাইকেলের পেছনে বসে গাজীপুর থেকে কালীগঞ্জে নিজ বাড়িতে ফিরছিলেন।

 

পথে আওড়াখালি বাজার চৌরাস্তায় মোড়ে পৌছলে ওঁত পেতে থাকা কাউলিতা গ্রামের মাদক ব্যবসায়ী আব্দুল কাদির আকন্দের ছেলে মো. আলমগীর হোসেন আকন্দ, মিরু আকন্দের ছেলে সাহেদ, মৃত বকুলের ছেলে ফালু, কুলথুন গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ফয়সাল ও কালীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড মুনশুরপুর গ্রামের রুবেল হামলা চালায়। কিছু বুঝে উঠার আগেই দুর্বৃত্তরা গাফফারের মোবাইল ফোন, নগদ টাকা ও লেপটপ ছিনিয়ে পালিয়ে যায়। পরে সহকর্মী খোরশেদ তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। বর্তমানে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। হামলার ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ রাতভর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঘটনার সময় সরাসরি হামলায় অংশ নেওয়াদের মধ্যে কুলথুন এলাকার ফয়সাল খানকে আটক করে। ঘটনার পর থেকেই প্রধান অভিযুক্ত আলমগীর হোসেন আকন্দসহ অন্যরা আত্মগোপনে রয়েছেন।

 

হামলার শিকার আবদুল গাফফার জানান, এ হামলার ঘটনাটি পরিকল্পিত মনে হচ্ছে। সম্প্রতি কালীগঞ্জে বিএনপি নেতা-কর্মীদের নানা অপতৎপরতা নিয়ে প্রকাশিত হয়েছে। এতে ক্ষুব্ধ মহল পরিকল্পিত হামলার ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, যুগান্তর পত্রিকার কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুল গাফফারের ওপর হামলার ঘটনায় জড়িতদের ধরতে রাতভর অভিযান পরিচালনা করে ফয়সাল খান নামে একজনকে আটক করা হয়েছে। অভিযুক্ত আলমগীর হোসেন আকন্দসহ অন্যরা ঘটনার পর থেকেই আত্মগোপনে রয়েছেন। তাদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved dailychoukas.com 2014-2025
Theme Customized BY LatestNews