লিটন রাজ, বড়াইগ্রাম(নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে তিরাইল বাজার এলাকায় দুর্ঘটনায় আহত বলে প্রচার করে মরা গরুর মাংস বিক্রি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিবার রাত ১১ টার দিকে সোহেল কসাই এর দোকানে মাংস বিক্রির সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কমপক্ষে ২৩০ কেজি মাংস জব্দ করে মাটির নিচে পুঁতে রাখার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল ইসলাম।
মাংস বিক্রেতা সোহেল জানান, ওই গরু তিনি উপজেলার আটাই বাজার এলাকা থেকে ক্রয় করেছেন। তবে গরু ক্রয়ের রসিদ এবং গরুর পরীক্ষা করানো হয়েছে কি না তার প্রমাণপত্র দেখাতে বললে তিনি তা দেখাতে ব্যর্থ হয়। সোহেল জানান গভীর রাতে লোকচক্ষুর আড়ালে দূর থেকে জবাই করে এনেছেন। তবে এ জন্য তিনি অনুতপ্ত। এঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।