পোরশা (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর পোরশায় লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলার নিতপুর খাদ্য গুদামে ডিলার নিয়োগের লটারির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আমিনুল কবির, সমাজ সেবা অফিসার শহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন অফিসার আব্দুর রহমান ও সকল ডিলার আবেদনকারী। লটারিতে ৭১জন আবেদনকারীদের মধ্যে ৬ইউপিতে ২জন করে মোট ১২জন ডিলার নিয়োগ দেওয়া হয়।