ক্রাইম রিপোর্টারঃ রাজীব খাঁন
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব খন্দকার মো. শামীম হোসেন আজ মঙ্গলবার (১৮ মার্চ ২০২৫) বেলা ৩টায় সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া) কার্যালয়ের বার্ষিক পরিদর্শনে আসেন।
পরিদর্শনের সময় তিনি কার্যালয়ের সকল কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ রেজিস্ট্রার পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করেন। সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের প্রাসঙ্গিক দিকনির্দেশনা প্রদান করেন এবং কার্যক্রমের অগ্রগতি নিশ্চিত করতে পরিদর্শন বইতে মন্তব্য নোট করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া) জনাব মো. মশিয়ার রহমানসহ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
এই বার্ষিক পরিদর্শন কার্যক্রমের মাধ্যমে কার্যালয়ের সুশৃঙ্খলতা ও কার্যকর কর্মক্ষমতা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাগুলোকে বাস্তবায়নের জন্য গুরুত্বারোপ করা হয়েছে।