সাগর আহমেদ, ঘাটাইল প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এম ওবায়দুল হক নাসির বলেছেন, "যত দ্রুত নির্বাচন হবে, তত দ্রুত সময়ের মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধিরা সংসদে বসে প্রয়োজনীয় সংস্কারকাজ বাস্তবায়ন করে দেশ পরিচালনা করতে পারবেন।"
তিনি আরও বলেন, "নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়ে দেশের সার্বিক ব্যবস্থার উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়া অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ও কর্তব্য।"
মঙ্গলবার (১৮ মার্চ) বিএনপির ঘাটাইল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ঘাটাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
দোয়া ও ইফতার মাহফিল
দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মাহফিলে দোয়া পরিচালনা করেন এস এম ওবায়দুল হক নাসির।
ইফতারে ঘাটাইল পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং পৌর এলাকার পাঁচ সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন।
বক্তব্য ও অংশগ্রহণ
ইফতারের আগে আলোচনায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক ছানা।
বক্তব্য রাখেন:
এ ইফতার মাহফিল বিএনপির নেতাকর্মীদের ঐক্য ও সহযোগিতার বার্তা বহন করে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.