সাগর আহমেদ, ঘাটাইল প্রতিনিধি
টাঙ্গাইল জেলায় পরিবেশগত ছাড়পত্রবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে পরিবেশ অধিদপ্তর। ১৮ মার্চ ২০২৫ তারিখে পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের উদ্যোগে এবং সদর দপ্তরের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে মধুপুর, ঘাটাইল ও ভূঞাপুর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এই অভিযানে আটটি ইটভাটায় ৩৪ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয় এবং বেশ কয়েকটি ইটভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিয়া মাহমুদুল হক, সহকারী পরিচালক সজীব কুমার ঘোষসহ বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
১. মেসার্স মধুপুর ব্রিকস, দড়িহাতিল, মধুপুর
চিমনি ভেঙে ভাটার কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে।
২. মেসার্স তিতাস ব্রিকস, দড়িহাতিল, মধুপুর
৬ লক্ষ টাকা জরিমানা এবং ভাটা বন্ধের নির্দেশ।
৩. মেসার্স সিটি ব্রিকস, কুড়ালিয়া, মধুপুর
৫ লক্ষ টাকা জরিমানা এবং ভাটা বন্ধের নির্দেশ।
৪. মেসার্স আশা ব্রিকস, কুড়ালিয়া, মধুপুর
স্থায়ীভাবে ভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ।
৫. মেসার্স সুজন এন্টারপ্রাইজ, সিঙ্গুরিয়া, ঘাটাইল
৬ লক্ষ টাকা জরিমানা এবং ভাটা বন্ধের নির্দেশ।
৭. মেসার্স সিয়াম ব্রিকস, সিঙ্গুরিয়া, ঘাটাইল
৫ লক্ষ টাকা জরিমানা এবং চিমনি অকার্যকর করে কার্যক্রম বন্ধ।
৮. মেসার্স বিবিসি ব্রিকস, বাগবাড়ী, ভূঞাপুর
৬ লক্ষ টাকা জরিমানা এবং ভাটা বন্ধের নির্দেশ।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, টাঙ্গাইল জেলার পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। পরিবেশগত ছাড়পত্র ছাড়াই কার্যক্রম পরিচালনাকারী ইটভাটাগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।