আব্দুল্লাহ সরদার স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফকিরহাট উপজেলা যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল ও কর্মী টিএস প্রোগ্রামের আয়োজন করে। অনুষ্ঠানটি বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১৮ ই মার্চ মঙ্গলবার বিকাল ৩টা ঘটিকার সময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী গণ মানুষের জননেতা
অধ্যক্ষ মাওঃ মশিউর রহমান খাঁন, বাংলাদেশ জামায়াত ইসলামির কেন্দ্রিয় মজলিশে শুরা সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য এবং জামায়াত ইসলামি মনোনীত বাগেরহাট-১ (ফকিরহাট মোল্লারহাট চিতলমারি) আসনের সংসদ সদস্য প্রার্থী।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা এ বি এম তৈয়াবুর রহমান, আমীর ফকিরহাট উপজেলা শাখা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আবুল আলা মাসুম, সেক্রেটারী ফকিরহাট উপজেলা শাখা। এছাড়া আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওঃ নূরুল ইসলাম, তারবিয়াত সেক্রেটারী ফকিরহাট উপজেলা শাখা। হাফেজ আব্দুস ছামাদ, বিশিষ্ট সমাজসেবক। হাফেজ ফরহাদ হোসেন, সেক্রেটারী ফকিরহাট ইউনিয়ন শাখা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ আজিজুল ইসলাম, সভাপতি ফকিরহাট উপজেলা যুব বিভাগ। অনুষ্ঠানের দোয়া ও মোনাজাত করেন অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান এ সময় তিনি উপস্থিত জনতা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করেন। অনুষ্ঠানে বেতাগা ইউনিয়ন সহ আশে পাশের ইউনিয়নের প্রচুর লোকজন উপস্থিত ছিলেন।