1. sokalerbangla@gmail.com : admin :
  2. dainikchoukos@gmail.com : jahid hasan : jahid hasan
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০২:৪২ অপরাহ্ন
সদ্য প্রাপ্ত:-
সাভারে বিএনপি নেতার বাড়িতে হামলার চেষ্টা, অস্ত্রসহ আটক ২ রামপালে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল আমি একজন ডাক্তার হতে চাই, এতিম অসহায় মেধাবী মতিউরের স্বপ্ন  গোয়ালন্দ পাক দরবার শরীফে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত ঈদের দিন মানবসেবায় থেমে নেই আন্তঃজেলা বাস শ্রমিক ইউনিয়নের ডিসি ও এসপির নাম ভাঙিয়ে প্রতিবন্ধীকে জমি সহ ঘর দেওয়ার কথা বলে লাখ টাকা আত্মসাত কারি সেই আন্তর্জাতিক বাটপার ও চিহ্নিত প্রতারক মান্নানের বিরুদ্ধে গ্ৰেফতারি পরোয়ানা জারি। পোরশায় উৎসব মুখর পরিবেশে ঈদুল ফিতর পালিত। শীর্ষ সন্ত্রাসী পলাশসহ তার বাহিনীর ১০ জন গ্রেফতার, অস্ত্র-গোলাবারুদ উদ্ধারঃ শুভ ঈদ মোবারক: মোঃ আবুল কাশেমের পক্ষ থেকে দেশবাসী ও দৈনিক চৌকস পরিবারের প্রতি আন্তরিক শুভেচ্ছা বাগাতিপাড়ায় মুরগী খামার পুড়ে ছাই

মবক্রেসি: সামাজিক শাসন ব্যবস্থা গঠনে সহায়তা করি পুলিশ বাহিনীকে পুলিশকে সহযোগিতা না করলে শিকার হতে পারেন আপনিও

প্রতিবেদকের নামঃ
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১৯ মার্চ, ২০২৫

ক্রাইম রিপোর্টার : রাজিব খাঁন

একটি নিরাপদ সামাজিক ব্যবস্থা সব শান্তিপ্রিয় মানুষেরই কাম্য। কিন্তু সাম্প্রতিক ঘটনাবলির দিকে লক্ষ করলে দেখা যায় যে, মবক্রেসি নামে এক ভয়াবহ সামাজিক ব্যাধি আমাদের সমাজটাকে গ্রাস করার উপক্রম করেছে। এখান থেকে সমাজের কোনো শ্রেণির মানুষই নিরাপদ নয়।

একটি নিরাপদ সামাজিক ব্যবস্থা গড়ে তুলতে হলে জনগণকে অবশ্যই পুলিশকে তার আইনগত কাজ করার সুযোগ দিতে হবে। এখানে শান্তিপ্রিয় জনগণের সহযোগিতায় পুলিশই পারে এই মবক্রেসি থেকে সবাইকে মুক্ত করে একটি সুন্দর সামাজিক ব্যবস্থা গঠনে সহায়তা করতে। কিন্তু এর উল্টোটাই আমরা দেখতে পাচ্ছি।

মবক্রেসি বলতে এমন একটি অবস্থাকে বোঝায়, যেখানে উশৃঙ্খল জনতা বা সুবিধাবাদী গোষ্ঠী কিংবা লোকজন কথিত উশৃঙ্খল অথবা পেইড অপরাধীদের ব্যবহার করে সিদ্ধান্ত নিজের অনুকূলে নেওয়ার চেষ্টা করে। এটি এমন একটি পরিস্থিতি যেখানে আইন, নৈতিকতা, গণতান্ত্রিক নিয়ম কিংবা অন্য কোনো নিয়মতান্ত্রিক বিচার ব্যবস্থার পরিবর্তে বিশেষ দল, গোষ্ঠী অথবা ব্যক্তির সুবিধাকে সার্ভ করা হয়।

এখানে আইনের কোনো মূল্যবোধ কাজ করে না। এখানে জনতার উগ্রতা ও আবেগকে ব্যবহার করে সংখ্যাগরিষ্ঠের চাপে ভীতিকর অবস্থা তৈরি করে সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য করা হয়।

একটা ভীতিকর মবক্রেসিমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে, আইনের শাসন প্রতিষ্ঠা করা। আর এর প্রধান উপাদানই হচ্ছে পুলিশ। কিন্তু বাস্তবে পুলিশও মবক্রেসি দ্বারা আক্রান্ত হচ্ছে। এখানে যদি পুলিশকে আইন অনুসারে কাজ করতে দেওয়া না হয়, তাহলে আমরা কেউই নিরাপদ থাকব না। সবাই আক্রান্ত হবো। গত বছরের আগস্টের পর থেকে এ পর্যন্ত প্রায় দুই শতাধিক পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে।

মবের নামে সুবিধাবাদী গোষ্ঠী র‍্যাবের কাছ থেকে সংঘবন্ধ ধর্ষণ মামলার আসামি ছিনিয়ে নিয়েছে। থানায় হামলা করে অফিস ও গাড়ি ভাঙচুর করা হয়েছে, থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় দুর্বৃত্তদের আক্রমণ থেকে এসিল্যান্ডকে রক্ষা করতে গিয়ে পুলিশ সদস্য আহত হয়েছেন। ট্রেনের টিকিট চেক করাকে কেন্দ্র করে সেনা সদস্যকে মারপিটের ঘটনা ঘটেছে।

আবার ট্রাফিক পুলিশ কর্তৃক গাড়ির লাইসেন্স চেক করাকে কেন্দ্র করে পুলিশের ওপর আক্রমণ বা গালিগালাজ করার ঘটনা একটা নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এ কারণে পুলিশকে রাস্তার শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যাপকভাবে বাধার সম্মুখীন হতে হচ্ছে।

এখন তাকালেই চোখে পড়ে হাইওয়েতে বা মেইন রোডেও ব্যাটারিচালিত রিকশা উঠে যাচ্ছে। অ্যাকশন নিলেই মানুষ তেড়ে আসছে। অবস্থাটা এ রকম দাঁড়িয়েছে যে, হত্যা মামলার আসামিকেও গ্রেপ্তার করা যাবে না, ধর্ষণ মামলার অপরাধীকে আইনের আওতায় আনা যাবে না, জমি দখলকারীকে আদালতে সোপর্দ করা যাবে না, উত্ত্যক্তকারীদের ব্যাপারেও কোনো আইনগত ব্যবস্থা নেওয়া যাবে না। আবার রাস্তায় ট্রাফিক আইন অমান্য করে বা বিশৃঙ্খলা তৈরি করে অথবা উল্টো পথে গাড়ি চালিয়ে অন্যের সমস্যা তৈরি করার পরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না। লাইসেন্স, হেলমেট ছাড়া গাড়ি-মোটরসাইকেল চালালেও তাকে কিছু বলা যাবে না।

এই মবক্রেসির তাৎক্ষণিক ফলাফল কিন্তু আমরা ইতোমধ্যে টের পেয়েছি। এর থেকে সুদূরপ্রসারী ফলও আন্দাজ করা সম্ভব। উত্তরায় মোটরসাইকেল আরোহী বিকট শব্দ করায় কিংবা রিকশাকে ধাক্কা মারার উপক্রম করলে রিকশাযাত্রী পুরুষ এর প্রতিবাদ করেছিল। কিছুক্ষণের মধ্যে তাকে রামদা দিয়ে কোপানোর ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি। ওই যাত্রীর সঙ্গী নারীও এই মবক্রেসি থেকে রক্ষা পাননি। চলন্ত বাসেও নারীকে যৌন হয়রানির ঘটনা ঘটেছে।

এমন পরিপ্রেক্ষিতে পুলিশের জন্য পরিস্থিতি হয়ে উঠেছে অনেকটা ‘জলে কুমির ডাঙায় বাঘের’ মতো। ব্যবস্থা নিলে অপরাধী বা সুবিধাবাদীরা মবের ছদ্মবেশে পুলিশকে আক্রমণ করছে। আর ব্যবস্থা না নিলে সাধারণ জনগণ পুলিশকে দোষারোপ করছে।

দুটি ঘটনার ভেতর দিয়ে বিষয়টি আরও ভালোভাবে বোঝা যাবে। সম্প্রতি গাজীপুরের শ্রীপুর উপজেলায় পুলিশ হাইওয়েতে চলতে থাকা একটি অটোরিকশা থামাতে সিগন্যাল দেয়। অটোরিকশা না থামিয়ে চালক চলে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। তখন চালক ওই পুলিশ সদস্যকে ঝুলন্ত অবস্থায় প্রায় দুই কিলোমিটার টেনে নিয়ে যায়।

আরেকটি ঘটনায় এক লোক উল্টোদিক ধরে গাড়ি চালিয়ে এসে রাস্তায় জ্যাম তৈরি করে ফেলেন। পুলিশ এ বিষয়ে ব্যবস্থা নিতে গেলে উল্টো সেই লোক পুলিশের দিকেই তেড়ে এসে মারমুখী আচরণ করেন।

যারা এমনটি করছেন কিংবা সরাসরি জড়িত না হলেও এই মবক্রেসিকে সমর্থন দিয়ে যাচ্ছেন, তারা কি একবারও ভেবেছেন যে, এমন অবনতিশীল পরিস্থিতির জন্য আপনারাও দায়ী। এমন দিন বেশি দূরে নয়, যেদিন আপনার পরিবারও এর দ্বারা আক্রান্ত হতে পারে।

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সঠিক কথাটিই বলেছেন, যা বাস্তবতার নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘দুই লক্ষ পুলিশ আছে, বিজিবি আছে, র‍্যাব আছে, আনসার-ভিডিপি আছে। আমার আছে ৩০ হাজার সৈন্য। এই যে একটা বিরাট ভয়েড, আমি ৩০ হাজার সৈন্য দিয়ে কীভাবে এটা পূরণ করব?’

এখান থেকে বাঁচতে হলে পুলিশকে তাদের কাজে সহায়তা করুন। তাদের কাজ করার পরিবেশ তৈরি করে দিন। দিনশেষে পুলিশই কিন্তু আপনাদের বন্ধু।

পুলিশকে তার আইনি কাজে সহায়তা করার মানে হলো আপনি নিজের কাজে সহযোগিতা করলেন, সমাজের কাজে সহযোগিতা করলেন, একটি রাষ্ট্র বিনির্মাণে অংশগ্রহণ করলেন।

করোনা মহামারির সময়ের কথা ভাবুন। যখন মানুষ স্বজনের লাশ ফেলে চলে যাচ্ছিল। পুলিশই কিন্তু তাদের সৎকার করেছে। জানাজার ব্যবস্থা করেছে। মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছে নিজের ও পরিবারের নিরাপত্তার কথা না ভেবেই।

আবার স্বাধীনতার প্রথম বুলেট কিন্তু পুলিশই ছুড়েছে; রাজারবাগ পুলিশ লাইনস থেকে।

এই মবক্রেসিকে অপরাধী, সুবিধাবাদী ও বিশেষ গোষ্ঠীর লোকজন অপরাধের একটা টুল হিসেবে ব্যবহার করছে। এ সমস্যার সমাধানে সামাজিক সচেতনতা তৈরির পাশাপাশি জনসম্পৃক্ত হয়ে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে সবাইকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved dailychoukas.com 2014-2025
Theme Customized BY LatestNews