চরভদ্রাসন(ফরিদপুর) প্রতিনিধিঃ
“দুর দিনে যে নেতা পালিয়ে যায় না, আর সুদিনে যে নেতার চরিত্র হারায় না, তিনি প্রকৃত জাতীয়তাবাদী” এই আহ্বান জানান বাংলাদেশ কৃষক দলের সেক্রেটারী শহিদুল ইসলাম বাবুল।
বাংলাদেশ কৃষক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রবাসী আলমগীর কবিরের আয়োজনে পবিত্র মাহে রমজানের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৭ মার্চ) চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নে আমেরিকা প্রবাসী আলমগীর কবিরের “বেপারী বাড়িতে”এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন উপজেলার শীর্ষ পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন,কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের বিএনপি’র প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত শহিদুল ইসলাম বাবুল।
তিনি বলেন, ১৭ বছরে স্বৈরাচারী সরকারের জুলুম নির্যাতনের শিকার হয়ে ৪৮টি মামলার আসামী হয়েছি।শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছি কখনো দল ছেড়ে পালাই নাই।আমাদের ওপর যে জুলুম নির্যাতন হয়েছে, ইতিহাস সাক্ষী হয়ে থাকবে।আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সব ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।
বাংলাদেশ কৃষক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, প্রবাসী আলমগীর কবিরের ছোট ভাই মোস্তফা কবিরের সভাপতিত্বে,চরভদ্রাসন উপজেলা যুবদলের নেতা জাফর মোল্লা ও উপজেলা কৃষক দলের সভাপতি ফিরোজ মাস্টারের সঞ্চালনায় বক্তব্য দেন, ফরিদপুর জেলা বিএনপির সেক্রেটারী এ কে এম কিবরিয়া স্বপন,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এটিএম মুকুল হোসেন ( টুটুল) ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু,ফরিদপুর জেলা ছাত্রদলের সেক্রেটারী তানজিমুল হাসান কায়েস, ফরিদপুর জেলা শিক্ষক কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি লোকমান হোসেন মাস্টার, ফরিদপুর জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম (ভিপি শহীদ) ফরিদপুর কোতালী কৃষক দলের সভাপতি মামুনুর রশিদ, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সদরপুর উপজেলা বিএনপির সভাপতি কাজী বদরুজ্জামান বদু,সেক্রেটারী মোল্লা তরিকুল ইসলাম কবির,চর ভদ্রাসনের সাবেক উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন,চরভদ্রাসন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আরমান আলী সরদার ও ওবায়দুল বাবি দিপু খান,উপজেলা ছাত্রদলের সভাপতি আল আমিন মোল্লা, ঢাকা উত্তরের কৃষক দলের সভাপতি শফিকুর রহমান মিঠু, মাদারীপুর জেলা কৃষক দলের সেক্রেটারী মোঃ অহিদুজ্জামান প্রমুখ।