তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম নাসের রহমান বলেছেন, বিএনপি'র ৩১ দফায় সুষ্পষ্ট করে বলা হয়েছে, এক বছরব্যাপী অথবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত, যেটাই আগে হবে, শিক্ষিত বেকারদের বেকার ভাতা প্রদান করা হবে। বেকারত্ব দূরীকরণের লক্ষে নানান ধরনের বাস্তবমুখী কর্মসূচি গ্রহণ করা হবে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি বিবেচনা করা হবে। স্বাস্থ্যকে সম্পদ হিসেবে বিবেচনা করে ‘সবার জন্য স্বাস্থ্য’ ও ‘বিনা চিকিৎসায় কোনো মৃত্যু নয়’ এই নীতির ভিত্তিতে যুক্তরাজ্যের আদলে সর্বজনীন করা হবে।
বুধবার (১৯শে মার্চ) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার ৫ নং আখাইলকুড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসের রহমান বলেন, বিএনপি'র ৩১ দফায় বলা হয়েছে, স্বাস্থ্যসেবা প্রবর্তন করে সবার জন্য স্বাস্থ্য কার্ড চালু করা হবে দারিদ্র্য বিমোচন না হওয়া পর্যন্ত সুবিধা বঞ্চিত হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও সম্প্রসারিত করা হবে।
তিনি আরও বলেন, বিএনপি'র ৩১ দফায় সুষ্পষ্ট ভাবে বলা হয়েছে, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে। পর্যায়ক্রমে দেশের সকল ইউনিয়নে কৃষিপণ্যের জন্য সরকারি ক্রয় কেন্দ্র স্থাপন করা হবে। প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও শস্য বীমা, পশু বীমা, মৎস্য বীমা এবং পোল্ট্রি বীমা চালু করা হবে। কৃষি জমির অকৃষি ব্যবহার নিরুৎসাহিত করা হবে। রপ্তানিমুখী কৃষি প্রক্রিয়াকরণ শিল্প খাতকে প্রণোদনা দেওয়া হবে।
নাসের রহমান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে ৩১ দফা কর্মসূচি একটি সুদূরপ্রসারী পরিকল্পনা। এ পরিকল্পনায় যুবসমাজের ভিশন, চিন্তা ও আকাঙ্খাকে ধারণ করে আধুনিক ও যুগোপযোগী যুব-উন্নয়ন নীতিমালা প্রণয়ন করা হবে। তিনি দলের নেতৃবৃন্দকে বিএনপি'র ৩১ দফা কর্মসূচী সর্বস্তরের মানুষের দৌড় গোড়ায় পৌঁছে দিতে সকলের প্রতি আহ্বান জানান।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি'র সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল মুকিত, মো.ফখরুল ইসলাম, মুজিবুর রহমান মজনু, সদর উপজেলা বিএনপি'র আহ্বায়ক আলহাজ্ব বদরুল আলম, যুগ্মআহ্বায়ক মারুফ আহমদ।
সম্মেলনে সকল কাউন্সিলরদের মতামতের উপর নির্ভর করে সভাপতি পদে ফখরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি পদে মো.ফজলু মিয়া, সাধারণ সম্পাদক খালেদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমদ'কে নির্বাচিত করা হয়।
০১৭৪৫৯৩৯৪৪৮
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.