অন্তু দাস (হৃদয়), টাঙ্গাইল বুরো :
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মধ্যরাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
এতে ঔষুদের দোকানসহ ৮ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের পাথরঘাটা বাজারে এ ঘটনাটি ঘটে।
এই বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূঞা।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে, বুধবার রাতে প্রায় সাড়ে ১২টার দিকে ওই বাজারের একটি দোকানে আগুন দেখতে পায়।
পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায়। এক পর্যায়ে আগুন ছড়িয়ে পড়লে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ২ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূঞা জানান, আগুনের খবরে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।
পরবর্তীতে আগুন চার দিকে ছড়িয়ে পরলে আরো দুটি ইউনিউ যুক্ত করা হয়।
পরে রাত ২টা ১৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ সময় আগুনে ৮টি দোকান পুড়ে ছাই হয়েছে বলেও জানান তিনি।