অন্তু দাস (হৃদয়), টাঙ্গাইল বুরো :
টাঙ্গাইলে জামায়াতের ইফতার মাহফিলে ছাত্রদলের নেতা-কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
এক পর্যায়ে ছাত্রদলের সঙ্গে জামায়াতের নেতা-কর্মীদের হাতা-হাতি হয়।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বুধবার (১৯ মার্চ) বিকেলে টাঙ্গাইল পৌর শহরের কোদালিয়া এলাকার কেডি মসজিদের সামনের (মাঠে) ইফতার মাহফিলে এ ঘটনাটি ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে, বুধবার বিকেলে পৌর সভার ১ নং ওয়ার্ডের কেডি মসজিদের সামনের (মাঠে) ইফতার মাহফিলের আয়োজন করে টাঙ্গাইল শহর জামায়াতের শাখা।
এ সময় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদ।
অনুষ্ঠান শুরুর আগেই জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুল বাতেনের নেতৃত্বে ১৫-২০ জন এসে ইফতার মাহফিল বন্ধ করার জন্য আয়োজক কমিটিকে চাপ দিতে থাকে।
এ সময় জামায়াত নেতারা প্রোগ্রাম সফল করার ব্যাপারে অনড় থাকলে উত্তেজনার সৃষ্টি হয়।
ছাত্রদলের আহ্বায়ক আব্দুল বাতেনের নেতৃত্বে হাসান, রুবেল ও ১৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক স্বপনসহ ১৫ থেকে ২০ জন মারমুখী অবস্থান নিলে উভয় পক্ষের মধ্যে হাতা-হাতি শুরু হয়।
পরে জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদ ও পুলিশের একটি টিম পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
শেষ পর্যন্ত ছাত্রদলের নেতারা চলে যান।
পরে জামায়াতের নেতা-কর্মীরা সেখানেই ইফতার করেন।
এ বিষয়ে টাঙ্গাইল শহর জামায়াতের আমির মিজানুর রহমান চৌধুরী বলেন, ছাত্রদলের টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য সচিব এম.এ বাতেন তার সঙ্গীদের নিয়ে আমাদের ইফতার মাহফিলে বাধা দেন।
এ সময় তিনি গালি-গালাজ করাসহ মাইক বন্ধ করে দেন।
এ দিকে, টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব এম এ বাতেন জানান, ইফতার অনুষ্ঠানে কোনো ধরনের হট্টগোল হয়নি।
তাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট।
এলাকায় কে বা কারা ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছেন সেটা জানার জন্য গিয়ে ছিলাম আমরা।
এ প্রসঙ্গে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ বলেন, তাৎক্ষণিক ভাবে পুলিশ সদস্যদের পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টা করা হয়।
পরিবেশ স্বাভাবিক হলে সবাই মিলেমিশে সেখানে ইফতার করেন।
বর্তমানে কোনো ধরনের বিশৃঙ্খলা নেই।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.