নিজস্ব প্রতিবেদক, খুলনা:
খুলনায় কারিগরি শিক্ষার্থীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সকল পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে। তারা হাইকোর্টের এক রায়ের প্রতিবাদে এ কর্মসূচি গ্রহণ করেছে।
শিক্ষার্থীদের প্রধান দাবি হলো, ক্রাফট ইন্সট্রাক্টরদের জুনিয়র ইন্সট্রাক্টর হিসেবে প্রমোশন দেয়ার যে রায় হাইকোর্ট দিয়েছেন, তা বাতিল করতে হবে। তাদের অভিযোগ, এই রায়ের ফলে যোগ্যতা ও দক্ষতা বিবেচনা না করেই প্রমোশন দেওয়া হচ্ছে, যা মেধাবীদের জন্য হতাশাজনক।
এছাড়াও, শিক্ষার্থীরা ২০২১ সালে নিয়োগ পাওয়া কিছু নন-টেক (অদক্ষ) ক্রাফট ইন্সট্রাক্টরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তারা বলছেন, রাতের অন্ধকারে গোপনে এসব নিয়োগ দেওয়া হয়েছিল, যা শিক্ষার মান নষ্ট করছে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি মেনে না নিলে তারা আরও কঠোর কর্মসূচির দিকে যাবে। তারা শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে খুলনার কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরীক্ষাসমূহ স্থগিত রয়েছে।