যোবায়ের শাহিন স্টাফ রিপোর্টার :
আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ও দৈনিক চৌকস পত্রিকার উদ্যোগে মতিঝিলের কেন্দ্রীয় কার্যালয়ে এক বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের বিশিষ্ট সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং আইনজীবীরা অংশ নেন।
সভাপতিত্ব ও অতিথির উপস্থিতি :
সংস্থার চেয়ারম্যান ও দৈনিক চৌকস পত্রিকার সম্পাদক এস এম নজরুল ইসলাম মাহফিলের সভাপতিত্ব করেন, আর সঞ্চালনার দায়িত্বে ছিলেন সংস্থার সাবেক মহাসচিব ড. হাছান আহমেদ মেহেদী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
সংস্থার ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যক্ষ মো. একরাম উল্লাহ্
ভাইস চেয়ারম্যান এডভোকেট রফিকুল ইসলাম
অতিরিক্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন
যুগ্ম মহাসচিব নাজমুল হুদা অপু
পরিচালক গিয়াস উদ্দিন আহমেদ, তাজরুল ইসলাম স্বপন, মো. মিজানুর রহমান, মো. মানিক হাওলাদার
সাংগঠনিক সম্পাদক : যোবায়ের শাহিন
দৈনিক চৌকস পত্রিকার :
বার্তা সম্পাদক : রাফসান জাহান
মফস্বল সম্পাদক : জাহিদ হাসান
আরো উপস্থিত ছিলেন জাহিদ হোসেন সজল,
সাংবাদিক হেলাল শেখ, আনোয়ার, আলতাব হোসেন, আল আমিন
এডভোকেট মেহেদী
জুবায়ের শাহিন, মো. কবির উদ্দিন
এছাড়াও সংস্থার অন্যান্য বিশিষ্ট সদস্য ও দৈনিক চৌকস পত্রিকায় কর্মরত সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা উপস্থিত ছিলেন।
বিশেষ দোয়া ও মোনাজাত
মাহফিলের শুরুতে পবিত্র রমজান মাসের গুরুত্ব, সমাজে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠা, গাজায় নিরীহ মানুষের ওপর ইসরাইলের বর্বরোচিত হামলা এবং মানবাধিকার রক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পরে দেশ, জাতি ও সমাজের সমৃদ্ধি এবং সবার শান্তিপূর্ণ জীবনযাপনের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের মিলনমেলা
এটি শুধু ইফতার মাহফিল ছিল না, বরং সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মিলনমেলা হিসেবে পরিণত হয়। এতে অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে পরিচিত হন, মতবিনিময় করেন এবং সমাজে ভালোবাসা, সহমর্মিতা ও মানবতার চর্চা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.