আশুলিয়ার জামগড়া পশ্চিমপাড়া বাইতুল লতিফ জামে মসজিদে বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগে এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত এই মাহফিলে সভাপতিত্ব করেন মোঃ জুবায়ের আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিল্লুর রহমান, যিনি তার বক্তব্যে ইসলামের শিক্ষার আলোকে সমাজ উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাইতুল লতিফ জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ মানুরুল ইসলাম।
বক্তারা মাহফিলে রমজানের ফজিলত, ইসলামের শিক্ষা এবং সমাজের কল্যাণে একসাথে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। তারা উপস্থিত সকলকে ধর্মীয় অনুশাসন মেনে জীবন পরিচালনার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতের পর উপস্থিত রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করা হয়।
এ সময় স্থানীয় মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা মাহফিলটিকে আরও প্রাণবন্ত করে তোলে।