ক্রাইম রিপোর্টার: রাজিব খাঁন
আজ ২১ মার্চ ২০২৫, রাত ৩টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত বরিশাল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং এয়ারপোর্ট থানা এলাকায় রাত্রিকালীন ডিউটি তদারকি করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব সুশান্ত সরকার, পিপিএম।
তদারকি চলাকালীন তিনি নগরীর মরকখোলার পোল, রহমতপুর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থানরত পুলিশ সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। দায়িত্ব পালনরত সদস্যদের সাথে কথা বলে তিনি তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
এরপর তিনি আকস্মিকভাবে এয়ারপোর্ট থানা পরিদর্শন করেন। সেখানে কর্মরত পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের অগ্রগতি পর্যালোচনা করে তিনি তাদের আরও মনোযোগী হয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
তদারকি কার্যক্রমে উপ-পুলিশ কমিশনার (উত্তর) এর সঙ্গে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ রিয়াজ হোসেন, পিপিএম, উপস্থিত ছিলেন।
উপ-পুলিশ কমিশনার (উত্তর) এর এই কার্যক্রম বরিশাল মহানগরীর নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।