মোঃ আল আমিন, আশুলিয়া:
আশুলিয়ার জামগড়া পশ্চিমপাড়া বাইতুল লতিফ জামে মসজিদে বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগে এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ জুবায়ের আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিল্লুর রহমান। এছাড়াও বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাইতুল লতিফ জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ মানুরুল ইসলাম।
বক্তারা মাহফিলে ইসলামের শিক্ষা, রমজানের গুরুত্ব এবং সমাজের কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা সবাইকে ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করা হয়।
এ সময় স্থানীয় মুসল্লিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।