এস এম জাকারিয়া, মীরসরাই ( চট্টগ্রাম ) প্রতিনিধি
ফিলিস্তিনী মুসলমানদের উপর ইসরাঈলী নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র শিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও তৎপরবর্তী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
২১মার্চ, ২০২৫ শুক্রবার বাদ জুমা ইসলামী ছাত্র শিবিরের ব্যানারে মীরসরাই পৌরসভার সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন মসজিদের জুমার মুসল্লীরা এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে।
বিক্ষোভ মিছিলটি মীরসরাই পৌর সদরের থানা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ ইউটার্ণ হয়ে উপজেলা রোডের সামনে অবস্থান নিয়ে এক সংক্ষিপ্ত পথসভা সম্পন্ন করে৷ উক্ত পথসভায় বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি শওকত আলী, সেক্রেটারি মাইনউদ্দিন রায়হান, মীরসরাই থানা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সাকিব হোসাইন, মীরসরাই পৌরসভা জামায়াতে ইসলামী আমীর শিহাব উদ্দিন, জোরারগঞ্জ থানা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল নোমান,চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র শিবিরের সাহিত্য সম্পাদক জহির উদ্দিন, বিজ্ঞান সম্পাদক ইমতিয়াজ উদ্দিন, কলেজ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।
এসময় উক্ত সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, ফিলিস্তিনী মুসলমানদের বৈধ বাস্তুভিটা দখল তাদের উদ্বাস্তু করতে ইসরাঈলীরা যেভাবে দিনের পর দিন নগ্ন হামলা চালাচ্ছে এটি মেনে নেয়া খুবই কঠিন৷ তারা প্রশ্ন করে বলেন গোটা মুসলিম বিশ্ব আজ এভাবে চুপ কেনো? ফিলিস্তিনের সাধারণ জনগনের ওপর এমন নৃশংস গণহত্যা ও বর্বর হামলা বন্ধ করতে হলে মুসলিম বিশ্বকে এক হয়ে আওয়াজ তুলতে হবে এবং ফিলিস্তিনের পক্ষে কাজ করতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.