মিলন মোল্লা,গলাচিপা প্রতিনিধি।
আগামী ১৩ তম জাতীয় সংসদ নির্বাচনে -পটুয়াখালী -১১৩-(৩) গলাচিপা দশমিনা নির্বাচনী এলাকায় -বাংলাদেশ জামায়েত ইসলাম কেন্দ্রীয় কমিটি -সিদ্ধান্ত মোতাবেক, গলাচিপা দশমিনা আসনের প্রার্থীর নাম ঘোষণা উপলক্ষে,গলাচিপা উপজেলা বাংলাদেশ জামায়েত ইসলাম এর আয়োজনে শনিবার বেলা -১১টায় আইডিয়াল স্কুল এন্ড কলেজ হল রুমে স্থানীয় সহ প্রেসক্লাব সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভা এবংজামাত এর ইসলামের আগামী সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে।
মতবিনিময় সভায়-সভাপতিত্ব করেন, উপজেলা আমির মোঃ জাকির হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং কেন্দ্রীয় মনোনীত প্রার্থী গলাচিপার কৃতি সন্তান বরিশাল বিভাগীয় সাংগঠনিক কমিটির জৈষ্ঠ সদস্য পটুয়াখালী জেলার জামাতের সাবেক আমির -বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোঃ শাহ আলম, বিশেষ অতিথি ছিলেন -বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র সহ-সভাপতি, ঢাকা আইনজীবী সমিতির সহ-সভাপতি এডভোকেট আব্দুর রাজ্জাক, হাফেজ মাওলানা আবুল হোসেন, বেলাল বিন সুলতান, সানাউল্লাহ শামীম, হাফিজুর রহমান, ফোরকানসহ -উপজেলা -পৌর - কমিটির এবং ছাত্রশিবিরের নেতাকর্মী বৃন্দ।
উক্ত মতবিনিময় সভায় - প্রধান অতিথি এবং মনোনীত প্রার্থী অধ্যাপক মোঃ শাহ আলম বলেন - কোরআন হাদিসের আলোকে - সন্ত্রাস, ঘুষ -দুর্নীতি সমাজ ব্যবস্থা কায়েম করা সহ এলাকার উন্নয়নে এবং সকল ধর্মের প্রতি সম মর্যাদা দিয়ে এলাকার উন্নয়নে কাজ করার জন্য গলাচিপা -দশমিনা নির্বাচিত এলাকার সকল জন-সাধারণের দোয়া কামনা করেন এবং গন মাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা করার অনুরোধ জানান।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.