আনিস মাল, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় অসহায় ও হতদরিদ্র আট হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করছে ভালুকা পৌর বিএনপি। উপহার সামগ্রীর মধ্যে চাল, চিনি, সেমাই, সাবান ও তেল রয়েছে।
শনিবার (২২ মার্চ) দুপুরে পৌরসভার ১নং ওয়ার্ডের ভান্ডাব এলাকায় ঈদ উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব হাতেম খান। তিনি নিজ হাতে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এসব উপহার সামগ্রী তুলে দেন।
এ সময় আলহাজ্ব হাতেম খান বলেন, "বর্তমান দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে স্বল্প আয়ের মানুষ কষ্টে দিন কাটাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এই উদ্যোগের মাধ্যমে আট হাজার পরিবারের মাঝে ঈদের আনন্দ পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত।"
ঈদ উপহার পেয়ে সুবিধাভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগের জন্য পৌর বিএনপির প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, ভালুকা পৌর বিএনপির উদ্যোগে ধারাবাহিকভাবে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এবারের ঈদ উপলক্ষে উপহার বিতরণ কর্মসূচি কয়েকটি ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.