আলতাব হোসেন (স্টাফ রিপোর্টার)
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য আশুলিয়া থানা যুবদলের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে হামলার ঘটনা ঘটেছে।
শনিবার (২২ মার্চ ২০২৫) দুপুর ১টা ১০ মিনিটের দিকে আশুলিয়ার রূপায়ণ মাঠে এ হামলার ঘটনা ঘটে।
হামলার কারণ ও ঘটনার বিবরণ
স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির আশুলিয়া থানার সহ-সভাপতি পেয়ার আলীকে আমন্ত্রণ না জানানোয় ক্ষিপ্ত হয়ে তিনি তার অনুসারী ধামসোনা ইউনিয়ন বিএনপি নেতা ইদ্রিস আলীসহ ৩০-৩৫ জন নিয়ে ইফতার মাহফিলে হামলা চালান। হামলাকারীরা প্রায় ২৫০০ জন রোজাদারের জন্য রান্না করা খাবার ফেলে দেন।
এ ঘটনায় যুবদলের নেতা জহিরুল ইসলাম বলেন,
“আমরা শান্তিপূর্ণভাবে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করছিলাম। কিন্তু পেয়ার আলী ও তার লোকজন হামলা চালিয়ে আমাদের দুটি মোটরসাইকেল নিয়ে যায় এবং একটি মোটরসাইকেল ভাঙচুর করে। পেয়ার আলী ও তার লোকজনের হামলায় যুবদল কর্মী সাঈদ, শাহাদাত, আহত হয় ,এছাড়া, ডেকোরেশনের লোকজনকেও মারধর করা হয়।”
পুলিশের হস্তক্ষেপ
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।
স্থানীয়দের প্রতিক্রিয়া
এলাকাবাসী এমন ন্যাক্কারজনক হামলার নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেছেন।
এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশের তদন্ত (ওসি) কামাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, কিন্তু লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”